সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

রাজ্যজুড়ে একাদশ ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পাখা এবং ওআরএসের ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তীব্র দাবদাহে পুড়ছে শহরতলী। এহেন পরিস্থিতির মধ্যেই হবে একাদশ ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাপপ্রবাহের কারণে যাতে কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে না পড়ে সেইজন্য পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ নয়া নির্দেশিকা জারি করেছে। সোমবার প্রকাশিত ওই নির্দেশিকায় বলা হয়েছে, যতক্ষণ পরীক্ষা চলবে ততক্ষণ পর্যন্ত হলগুলিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। পরীক্ষার্থীদের জন্য হলগুলিতে রাখতে হবে পরিশুদ্ধ জল এবং ওআরএসের ব্যবস্থা। শুধু তাই নয়, প্রচণ্ড দাবদাহের কারণে পরীক্ষা হলে যদি কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে তাহলে তার জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখার কথা উল্লেখ করা হয়েছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওই নির্দেশিকায়।

Skip to content