শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

রাজ্যের শিক্ষাদপ্তর একাদশ শ্রেণির ভর্তির নিয়ম শিথিল করল। এবার মাধ্যমিকে ৩৫ শতাংশ নম্বর পেয়ে পাশ করলেই একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া যাবে। এমনকী, পড়ুয়ারা বিজ্ঞান শাখাতেও ভর্তির আবেদন করার সুযোগ পাবে। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন অর্থাৎ শুক্রবার রাতেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৫ শতাংশ নম্বরই একাদশ শ্রেণিতে ভর্তির জন্য যথেষ্ট। শুধু তাই নয়, মাধ্যমিকে উত্তীর্ণ পড়ুয়ারা চাইলে পদার্থবিদ্যা, অঙ্ক, রসায়ন, জীববিদ্যার মতো বিষয় নিয়ে পড়তে চাইলে ভর্তির জন্য আবেদন করতে পারে। পড়ুয়ারা যে যে বিষয় নির্বাচন করবে সেই সব বিষয়ে ৩৫ শতাংশ নম্বর থাকতে হবে। একাদশ শ্রেণিতে বায়ো সায়েন্স নিয়ে ভর্তি হতে চাইলে জীববিজ্ঞানে নম্বর থাকতে হবে ৩৫ শতাংশ। উচ্চমাধ্যমিকে ভূগোল নিতে চাইলে সেক্ষেত্রেও ওই বিষয়ে ৩৫ শতাংশ নম্বর থাকা আবশ্যক। আবার অঙ্ক, ভৌতবিজ্ঞান ছাড়াই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া যাবে।
এদিকে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যাও বাড়িয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, একাদশ শ্রেণিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে সর্বাধিক ৪০০ জন পড়ুয়াকে স্কুল ভর্তি নিতে পারবে। আগে ভর্তি নেওয়া যেত ২৭৫ জনকে। অর্থাৎ এবার স্কুল প্রতি ২৭৫টি করে আসন বাড়িয়ে মোট ৪০০টি করা হল।
শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মোট ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন পড়ুয়া এবার মাধ্যমিক পাশ করেছে। বিগত বছরগুলির তুলনায় এবার পাশের হার বেশি হওয়ায় উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তির সংখ্যাও স্বাভাবিকভাবে বাড়বে। তাই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ শ্রেণির আসন সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।

Skip to content