রবিবার ৬ অক্টোবর, ২০২৪


প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি গৌতম পাল ও প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য।

রাজ্য সরকার প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতির নাম ঘোষণা করেছে। গত সোমবার এ নিয়ে রাজ্যের শিক্ষা দফতর এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গৌতম পাল এক বছরের জন্য পর্ষদের নতুন সভাপতি হলেন। উল্লেখ্য, গৌতম পাল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য পদে কর্মরত।
এ ছাড়া শিক্ষা দফতর সোমবার ১১ জন সদস্যকে নিয়ে একটি অ্যাড হক কমিটি গঠন করেছে। ওই কমিটিতে রয়েছেন, ভাষাশিক্ষিকা স্বাতী গুহ, লেখক নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, উচ্চ শিক্ষা সংসদের ভাইস চেয়ারম্যান কৌশিকি দাশগুপ্ত, অধ্যাপক রঞ্জন চক্রবর্তী, সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার প্রমুখ।
এর আগে তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ছিলেন পর্ষদের সভাপতি। তিনি এই পদে টানা প্রায় ১১ বছর ছিলেন। কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত ২০ জুন মাসে মানিককে ওই পদ থেকে বরখাস্ত করেন। এর পর আদালতের নির্দেশে ওই পদে অন্তর্বর্তী সভাপতি হয়েছিলেন রত্না চক্রবর্তী বাগচী।

Skip to content