শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


প্রাথমিকে টেট পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পর স্থির হবে কত তারিখ টেট পরীক্ষা হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটি শুক্রবার এমনই সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটি শুক্রবার এমনই সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, টেট পরীক্ষা নিতে হবে চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই। যদিও শুক্রবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ শীর্ষ আদালতের সেই নির্দেশ মানতে পারছে না বলে সুপ্রিম কোর্টকে জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন:

শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?

গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!

শুক্রবার, প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটি বৈঠকে যোগ দিয়েছিলেন চেয়ারম্যান গৌতম পাল। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ডিসেম্বরের মধ্যে টেট পরীক্ষা নেওয়া হবে। যদিও তারিখ এখনও ঠিক হয়নি। জানা গিয়েছে, পরীক্ষার দিন তারিখ ঠিক করতে চেয়ারম্যান গৌতম পাল শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে বসবেন।

Skip to content