শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী। সংগৃহীত।

এ বার থেকে দেশের বিশ্ববিদ্যালয়গুলি বছরে দু’বার করে ভর্তি নিতে পারবেন পড়ুয়ারা। ভর্তির বিষয়টিতে অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এমনটাই জানিয়েছেন ইউজিসি প্রধান অবধেশ কুমার। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে জুলাই-অগস্ট এবং জানুয়ারি-ফেব্রুয়ারি— এই দু’বার ভর্তির প্রক্রিয়া চলবে বিশ্ববিদ্যালয়গুলিতে।
ইউজিসি প্রধান অবধেশ কুমার বলেন, ‘‘দেশের বিশ্ববিদ্যালয়গুলি বছরে দু’বার ভর্তি হওয়ার সুযোগ পেলে বহু পড়ুয়ার সুবিধা হবে। যাঁদের বোর্ডের ফল দেরিতে প্রকাশ হয়, অথবা অসুস্থতা বা ব্যক্তিগত কারণে বিশ্ববিদ্যালয়ে জুলাই-অগস্টে ভর্তি হতে পারেননি, তাঁরা এই সুবিধা পাবেন।’’ ইউজিসি প্রধান এও জানিয়েছেন, বছরে দু’বার ভর্তির প্রক্রিয়া শুরু হলে পড়ুয়াদের পুরো বছর নষ্ট হবে না। ক্যাম্পাসে নিয়োগের পরীক্ষাও বছরে দু’বার করে চালানো হবে। সেই অনুযায়ী শ্রেণিকক্ষ, গবেষণাগার এবং শিক্ষকের ব্যবস্থাও রাখতে হবে বলে তিনি জানিয়েছেন।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-১৪: ত্রিপুরায় ভ্রাতৃঘাতী দাঙ্গা

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯১: এক আলমারি বই : রাণুর বিয়েতে কবির উপহার

পৃথিবীর অনেক দেশেই বিশ্ববিদ্যালয়ে বছরে দু’বার করে ভর্তির প্রক্রিয়া চালু আছে। আমাদের দেশেও এই নিয়ম চালু হলে দেশের ছাত্রছাত্রীদের সুবিধা হবে বলেই, এমনটা মনে করছেন ইউজিসি প্রধান। কুমার জানিয়েছেন, এর ফলে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে ভারতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে সংযোগও বাড়বে। দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি নিজেদের মধ্যে ছাত্রছাত্রীও বিনিময় করতে পারবে। এর অর্থ হল এক দেশের পড়ুয়া অন্য দেশের গিয়ে পড়াশোনা করতে পারবে। ফলে ভারতীয় পড়ুয়াদের বিদেশে গিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে অনেক সুবিধা হবে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৫৫: সুর হারানো হারানো সুর

পর্দার আড়ালে, পর্ব-৫৫: বসু পরিবার-এ উত্তমকুমার দিনভর একটি শব্দই রিহার্সাল করেছিলেন, কোনটি?

ইউজিসি প্রধান অবধেশ কুমার এও জানিয়েছেন, শুধু বছরে দু’বার করে ভর্তি প্রক্রিয়া চালু করলেই হবে না, এর জন্য পর্যাপ্ত পরিকাঠামোও রাখতে হবে। কুমারের কথায়, ‘‘শিক্ষা প্রতিষ্ঠানে বছরে দু’বার করে ভর্তি প্রক্রিয়া চালু করলে তাদের প্রশাসনিক বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখতে হবে। যতটা সম্পদ আছে, তার ব্যবহার বাড়ানোর জন্য পরিকল্পনার দরকার। যে সব পড়ুয়া বিভিন্ন সময়ে ভর্তি হবেন, তাঁদের সাহায্যের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে হবে। শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদের প্রস্তুতও করতে হবে।’’
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৪৬: রাজার নিয়ন্ত্রণহীন অনুচরেদের কুকর্মের দায় রাজাকেই নিতে হয়

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪৩: এক্সপায়ারি ডেটের ওষুধ খাবেন?

তবে ইউজিসি-র পক্ষ থেকে এও জানানো হয়েছে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি বছরে দু’বার করে ছাত্রছাত্রীদের ভর্তি করাতে বাধ্য নয়। এই ব্যবস্থা চালু হলে নিয়মের প্রয়োজনীয় বদল আনা হবে।

Skip to content