মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

প্রচণ্ড গরমের জন্য এগিয়ে আনা হল গরমের ছুটি। বৃহস্পতিবার রাজ্য স্কুল শিক্ষা দফতর বিবৃতি জারি করে এমনই জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, কালিম্পং, কার্শিয়াং এবং দার্জিলিং ছাড়া বাকি সব জেলার সরকার এবং সরকার পোষিত স্কুল ছুটি থাকবে। এপ্রিল মাসের ২২ তারিখ থেকে অনির্দিষ্ট কালের জন্য ছুটি ঘোষণা করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। সেই সঙ্গে গরমের ছুটি এগিয়ে আনার কথা বেসরকারি স্কুলগুলিকেও বিবেচনা করতে বলা হয়েছে।
তবে অনির্দিষ্ট কালের জন্য স্কুল বন্ধ রাখা বিষয়ে প্রশ্ন তুলছে শিক্ষামহলের একাংশ। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মীদের সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানান, ‘‘সরকার আগামী ২২ এপ্রিল থেকে ছুটি সরকার ঘোষণা করেছে। আমরা এমনটা চাইনি। আমাদের দাবি ছিল, তাপপ্রবাহের জন্য স্কুল বন্ধ রাখা হোক ২২ এপ্রিল পর্যন্ত। ২২ তারিখের পর আবহাওয়ার উন্নতি হলে তখন কী করা হবে? তাই সরকারের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ রইল।’’
আরও পড়ুন:

প্রচণ্ড গরমে সতর্ক থাকুন প্রবীণেরা, একঝলকে জেনে নিন কী করবেন, কী করবেন না

পঞ্চমে মেলোডি, পর্ব-৫৯: আমার স্বপ্ন যে সত্যি হল আজ…

মধ্যশিক্ষা পর্ষদের ক্যালেন্ডার অনুযায়ী, ৯ মে গ্রীষ্মকালীন ছুটি পড়ার কথা। ২০ মে ছুটি শেষ হয়। তবে মাত্রাতিরিক্ত তাপপ্রবাহের কারণে গত কয়েক বছর ধরে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনা হয়েছে। চলতি বছরেও ৬ মে থেকে ২ জুন পর্যন্ত ছুটির সময় ধরা হয়েছিল। এদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ছুটির পরিবর্তে অনলাইনে ক্লাসের প্রস্তাব পেশ করেছেন। যদিও তা বাস্তবায়িত হয় কি না, সেটাই এখন দেখার।

Skip to content