শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

নতুন করে টেট পরীক্ষা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হবে। এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিকে, দিন কয়েক আগে প্রাথমিক শিক্ষা পর্ষদও জানিয়েছিল, প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট আগামী ডিসেম্বরে নেওয়া হবে। পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল এও বলেছিলেন, শীঘ্রই পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে। আর আজ সোমবার ব্রাত্য বসু জানিয়েছেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নতুন করে টেট পরীক্ষা নেওয়া হবে।
ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে সোমবার বিদ্যাসাগর অ্যাকাডেমির একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে টেট পরীক্ষা নিয়ে কথা হয়েছে। পরীক্ষার দিনক্ষণ স্থির না হলেও তা তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৪: ধীরে চলো ‘ওরে যাত্রী’ [০২/০২/১৯৫১]

দেবীপক্ষের প্রাককালে তিনিই তো দুর্গা…

প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটি গত শুক্রবার একটি বৈঠকে বসেছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান গৌতম পাল। বৈঠকে এও সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ডিসেম্বর মাসের মধ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষা নেওয়া হবে। এ নিয়ে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, টেট পরীক্ষা নিতে হবে চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই। যদিও শুক্রবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ শীর্ষ আদালতের সেই নির্দেশ মানতে পারছে না বলে সুপ্রিম কোর্টকে জানিয়ে দেওয়া হবে।

Skip to content