শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে আগামী ১৯ মে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইটে এমনই জানিয়েছেন। ফলঘোষণা শুরু হবে ১৯ মে সকাল ১০টা থেকে। প্রথমে মধ্যশিক্ষা পর্ষদের সাংবাদিক বৈঠক হবে, তার পরে ফল ঘোষণা।

আরও পড়ুন:

ডায়েট ফটাফট: জেনে নিন নিয়মিত ব্রেকফাস্টে ওটস খাওয়ার ১০ উপকারিতা

প্যাচপেচে গরমে রোদে বেরোলেই কি ত্বকে র‍্যাশ বেরোচ্ছে? কাজে লাগতে পারেন আইস থেরাপিকে

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রবীন্দ্র জয়ন্তীর দিনই জানিয়ে দিয়েছিলেন, মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের জন্য সব প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ আগামী ১০ দিনের মধ্যেই ফলপ্রকাশ করে দিতে পারে। এ বছর ২৩ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল, শেষ হয় ৪ মার্চ। আগেই পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, মে মাসের যেকোনও দিন ফল প্রকাশ করা হবে। সেই মতো আগামী ১৯ মে মাধ্যমিকের ফল প্রকাশিত হতে চলেছে।

Skip to content