বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকার ছুটি নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে।

সোমবার থেকে রাজ্যের সব সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি। এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এই ছুটি শনিবার পর্যন্ত চলবে। এ নিয়ে রাজ্য সরকার শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করছে। রাজ্যে একটানা তীব্র তাপপ্রবাহ চলছে। ফলে পড়ুয়াদের বাঁচাতেই এই পদক্ষেপ করা হয়েছে।
রবিবার এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘‘সরকারি ও বেসরকারি স্কুলে সোমবার থেকে ছুটি ঘোষণা করতে বলছি। মানুষের স্বার্থে একটা ব্যবস্থা করতে হবে না? সোম থেকে শনি—সব সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করছি ছুটি দিতে। সরকার বিজ্ঞপ্তি জারি করবে।’’
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-৭: পঞ্চমের কথা মতো ড্রাম ছেড়ে অমরুতের পিঠের উপর স্যাম্পল রিদম বাজাতে শুরু করলেন ফ্রাঙ্কো!

তীব্র দহনে জ্বলছে সারা বাংলা! অস্বস্তির গরম থেকে রেহাই পেতে কী করবেন, কী করবেন না জানিয়ে দিল নবান্ন

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি তাপমাত্রা ছিল। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার শহরের সর্বনিম্ন পারদ ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রেও তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। রবিবার কলকাতার তাপমাত্রার পারদ ২৯ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
আরও পড়ুন:

তীব্র গরমে হিট স্ট্রোক, হিট ক্র্যাম্প, হিট এক্সরশন এবং হিট সিঙ্কো-এর মতো সমস্যা এড়াতে জেনে নিন কী কী করণীয়

চেনা দেশ অচেনা পথ, পর্ব-১৫: সারদা দাদার থেকে চিল্পিঘাটি

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, সরকারি স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছুটি ঘোষণা হচ্ছেই। তবে বেসরকারি স্কুলগুলিও যাতে একই ভাবে ছুটি ঘোষণা করে, তার জন্য তিনি অনুরোধ করছেন। বেসরকারি স্কুলগুলি স্বশাসিত, সে-কারণে মুখ্যমন্ত্রীর অনুরোধ করেছেন।

ওয়াকিবহাল মহলের ধারণা, আবহাওয়ার যা পরিস্থিতি, তাতে মুখ্যমন্ত্রীর অনুরোধে সাড়া দিতে পারে বেসরকারি স্কুলগুলিও। এদিকে, সোমবার বেসরকারি স্কুলের অভিভাবককরা নিশ্চিত নন, সোমবার কী হবে। তাঁদের ধারণা, সোমবার পড়ুয়াদের স্কুলে পাঠানোর পরই জানা যাবে বেসরকারি স্কুলগুলি এ নিয়ে কী পদক্ষেপ করছে।

Skip to content