শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

জুলাই মাসে আইসিএসই বোর্ডের ফল প্রকাশ হতে পারে। এ বছর দশম শ্রেণির ছাত্রছাত্রীদের দুটি পরীক্ষা নিয়েছে দ্য কাউন্সিল অব ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস। মূলত করোনা সংক্রমণের জন্য বোর্ড একটির পরিবর্তে দু’টি পরীক্ষা নিয়েছে। দ্বিতীয় পর্বের পরীক্ষা শেষ হয়েছে, এবার শুরু হবে উত্তরপত্র মূল্যায়নের কাজ। দুটি পরীক্ষার নম্বর একটি মার্কশিটে কীভাবে যুক্ত করা হবে তা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ কাজ করছে। তবে শিক্ষকদের একাংশের মতে, মার্কশিটে ফাইনাল ও প্র্যাক্টিক্যালের প্রাপ্ত নম্বরের সঙ্গে যোগ থাকবে প্রথম সেমেস্টারের নম্বরও। যদিও বোর্ডের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। বোর্ড সূত্রে খবর, উত্তরপত্রগুলি ফলপ্রকাশের পর ৬০ দিন পর্যন্ত সংরক্ষণ করা হবে। এই সময়ের মধ্যে পড়ুয়ারা চাইলে আবেদন জানাতে পারবে পুনর্মূল্যায়নের জন্য।

Skip to content