গরমের ছুটি আরও ১৫ দিন বাড়তে পারে সরকারি, সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে। এ নিয়ে রবিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে অলোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষা দফতর সেই আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ করবে বলে খবর। শিক্ষা সূত্রে জানা গিয়েছে, রবিবার পানিহাটিতে দণ্ড মহোৎসবে তীব্র গরমের কারণে কয়েকজনের মৃত্যু এবং একাধিকজন অসুস্থ হয়ে পড়লে স্কুলের বাচ্চাদের বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেন মুখ্যমন্ত্রী। এরকম অসহনীয় গরমে স্কুলপড়ুয়ারা অসুবিধায় পড়বে বলে তিনি মনে করেন। এর পরই মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে প্রয়োজনীয় পদক্ষেপ করার করার কথা বলেন।