শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

এবার থেকে শনিবার আর পিঠে ব্যাগ ঝুলিয়ে স্কুল যেতে হবে না। মানে এখন থেকে শনিবার ‘ব্যাগ-বিহীন’ দিন। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে ছত্তীসগঢ়ের স্কুল শিক্ষা দফতর। পড়ুয়ারা শনিবার স্কুলে শুধু যোগভ্যাস, খেলাধুলো, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে।
ত্তীসগঢ়ের স্কুল শিক্ষা দফতর ছাত্র-ছাত্রীদের মূলত স্কুলে নিয়ে আগ্রহ বাড়াতে এবং হাতেকলমে কাজ শেখাতে এই সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের আধিকারিক জানান, শনিবার স্কুলে খেলাধুলো, যোগ, শরীর চর্চা, নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে স্কুল সম্পর্কে ছাত্র-ছাত্রীদের মধ্যে আগ্রহ বাড়বে। স্কুলের সঙ্গে তাদের আরও ভালো সম্পর্ক গড়ে উঠবে। পড়াশোনায় আরও আনন্দ পাবে পড়ুয়ারা।
‘ব্যাগ-বিহীন’ দিন শুধু প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য প্রযোজ্য। নতুন নির্দেশ কার্যকর করতে জেলা শিক্ষা আধিকারিকদের নির্দেশ দিয়েছে সরকার। প্রত্যেক শনিবার পড়ুয়াদের কী কী করানো হবে, স্কুলের প্রধান শিক্ষক তার পরিকল্পনা করবেন। সেই পরিকল্পনার কথা স্কুলের নোটিস বোর্ডে জানিয়েও দিতে হবে। শনিবার যদি স্কুলের পড়ুয়ারা কোনও হাতের কাজ করে, তাহলে সেই সব শিল্পকর্ম প্রদর্শনীও করা হবে।

Skip to content