রবিবার ৬ অক্টোবর, ২০২৪


বাংলায় শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী উদ্বেগ প্রকাশ করে চিঠিতে লিখেছেন, ভবিষ্যতের প্রজন্মকে এ ধরনের অভিযোগ অনুৎসাহিত করবে। যদিও ধর্মেন্দ্র প্রধানের চিঠির প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূলও। রাজ্যের শাসকদল মনে করছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী অকারণ রাজনীতিতে জড়িয়ে পড়ছেন।
ধর্মেন্দ্র লিখেছেন, ‘শিক্ষা হল সমাজের ভিত্তি। দেশের প্রতিভা ও সম্পদ বৃদ্ধির জন্য জরুরি। শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে। সমাজের বিশ্বাসযোগ্যতা ধরে রাখার জন্য শিক্ষকদের স্বচ্ছ নিয়োগ জরুরি। সম্প্রতি বাংলায় শিক্ষক নিয়োগ নিয়ে যে ধরনের বেনিয়মের অভিযোগ উঠেছে তা যথেষ্ট উদ্বেগের। এই অনিয়ম ভবিষ্যৎ প্রজন্মের উপরেও নেতিবাচক প্রভাব ফেলবে।’ এই চিঠির শেষ ভাগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এ নিয়ে জনগণের আস্থা ফেরাতে মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ পদক্ষেপের আবেদন জানিয়েছেন।
এই চিঠি নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুলেছেন। তাঁর বক্তব্য, ‘অকারণে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর রাজনীতিতে জড়ানো ঠিক নয়। শিক্ষায় বাংলার মান বেশ উন্নত। বিশ্ববিদ্যালয়গুলোর সর্বভারতীয় র্যা ঙ্কিয়েও রাজ্যের অবস্থান অনেক উপরে।

Skip to content