ছবি প্রতীকী
কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা শুরু হতে চলেছে ডিসেম্বর থেকে চলবে জানুয়ারি পর্যন্ত। সোমবার ওই পরীক্ষার নিয়ামক কেন্দ্রীয় সংস্থা ‘সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন’-এর পক্ষে থেকে এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন:
মাইগ্রেনের মুক্তি সঠিক ডায়েটেই, রোজকার খাদ্যতালিকায় রাখুন এই খাবারগুলি
যোগা-প্রাণায়াম: রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান? তাহলে যোগাসন হতে পারে সেরা অস্ত্র
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ‘সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন’-এর প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট’-এর জন্য ৩১ অক্টোবর সোমবার থেকেই অনলাইনে আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়ে গিয়েছে। আগামী ২৪ নভেম্বর বেলা ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের আবেদনপত্র জমা নেওয়ার কাজ চলবে। পরীক্ষার নির্ধারিত ফি জমা নেওয়া হবে ২৫ নভেম্বর বিকেল সাড়ে ৩টে পর্যন্ত।
এই বিজ্ঞপ্তিতে ২০২২-এর ডিসেম্বর থেকে ২০২৩-এর জানুয়ারি পর্যন্ত বিভিন্ন পর্যায় ও বিষয়ভিত্তির পরীক্ষা হবে বলে জানানো হয়েছে।
এই বিজ্ঞপ্তিতে ২০২২-এর ডিসেম্বর থেকে ২০২৩-এর জানুয়ারি পর্যন্ত বিভিন্ন পর্যায় ও বিষয়ভিত্তির পরীক্ষা হবে বলে জানানো হয়েছে।