শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-র দ্বাদশ শ্রেণির ফল । সিবিএসই শুক্রবার টুইট করে এ কথা জানিয়েছে। পরীক্ষার ফল দেখা যাচ্ছে সিবিএসই-র সরকারি ওয়েবসাইটে। এ ছাড়াও দ্বাদশ শ্রেণির ফলাফল দেখতে পাওয়া যাবে পাবে cbseresults.nic.in ওয়েবসাইটেও। সিবিএসই ওয়েবসাইটে লগ ইন করার পরে পডুয়ারা রোল নম্বর, স্কুলের নম্বর এবং অ্যাডমিট কার্ডের আইডি দিলেই ফল দেখতে পাবে।
এ বার দ্বাদশ শ্রেণিতে পাশের হার ৮৭.৩৩ শতাংশ হয়েছে। কোভিড অতিমারির সময় ২০১৯ সালের পাশের হার ছিল ৮৩.৪০ শতাংশড়ুয়া। সিবিএসই বোর্ড জানিয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগে কোন কোন পড়ুয়া পাশ করেছে, সেই মতো পৃথক তালিকা তৈরি করা হচ্ছে না। যদিও যে ০.১ শতাংশ ছাত্রছাত্রী কোনও না কোনও বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে, সিবিএসই বোর্ড তার একটি করে মেধার শংসাপত্র দেবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:

ডায়েট ফটাফট: জেনে নিন নিয়মিত ব্রেকফাস্টে ওটস খাওয়ার ১০ উপকারিতা

ডায়াবিটিস বাগে আনতে কোন প্রোটিন খেতেই হবে, আর কী কী এড়াতেই হবে?

এবার দ্বাদশ শ্রেণিতে তিরুঅনন্তপুরমের পাশের হার সবথেকে বেশি। এ বার সেখান পাশ করেছে ৯৯.৯১ শতাংশ পড়ুয়া। সবচেয়ে পিছিয়ে প্রয়াগরাজ, পাশের হার ৭৮.০৫ শতাংশ।

Skip to content