শনিবার ২১ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির দ্বিতীয় টার্মের পরীক্ষার ফলাফল ঘোষণা হতে পারে জুলাই মাসের শেষের দিকে। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এখন প্রতীক্ষা কেন্দ্রীয় বোর্ডের ফলাফলের। এবছর দ্বিতীয় টার্মের পরীক্ষাটি হয় ২৬ এপ্রিল থেকে ২৪ মে পর্যন্ত। এবার সাবজেক্টিভ প্রশ্নোত্তর ছিল। এবার দু’টি পরীক্ষার ফল একত্রে প্রকাশ করা হবে। সিবিএসই-র এক আধিকারিক জানিয়েছেন, জুলাইয়ের শেষের দিকে ফল প্রকাশিত হবার সম্ভাবনা আছে। দশম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা পরীক্ষার ফলাফল দেখতে পারবে www.cbse.gov.in এবং cbseresults.nic.in-এ ক্লিক করে।
প্রসঙ্গত করোনা পরিস্থিতির জেরে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ( সিবিএসই) ২০২১-২২ সালের দশম এবং দ্বাদশ শ্রেণির শিক্ষাবর্ষকে বিভক্ত করে দুটি টার্মে পরীক্ষা নিয়েছিল। দশম শ্রেণির প্রথম টার্ম পরীক্ষার ফলাফল আগেই স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তবে দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে তা হয়নি। সিবিএসই কর্তৃপক্ষের বক্তব্য, জুলাই মাসে দু’টি টার্মের ফল একসঙ্গে প্রকাশিত হবে।
সিবিএসই-র কন্ট্রোলার অব এক্সাম-এর নিয়ামক সন্যম ভরদ্বাজ বলেন, সব কলেজের ভর্তির সময় এক নয়। ছাত্রছাত্রীদের যাতে কলেজে স্নাতকস্তরে ভর্তি হতে সমস্যা না হয়, সেই বিষয়টি মাথায় রেখেই নির্দিষ্ট সময়ে ফলপ্রকাশ করা হবে। সেই সঙ্গে সিবিএসইর আধিকারিকরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গেও নিরন্তর যোগাযোগ রেখে চলছে।

Skip to content