শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫

ছবি প্রতীকী

সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ফল প্রকাশিত হল। এবার পরীক্ষায় পাশের হার ৯৪ শতাংশেরও বেশি। পাশের হারে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে। সিবিএসই-এর ২০২২-এর দশম শ্রেণির পরীক্ষায় পাশের হার দাঁড়িয়েছে ৯৪.৪০ শতাংশে। পরীক্ষায় ছাত্রীদের পাশের ছাত্রদের থেকে ১.৪১ শতাংশ বেশি। ৬৪,৯০৮ জন পড়ুয়া ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন দু’লক্ষ ৩৬ হাজারেরও বেশি ছাত্রছাত্রী।
শুক্রবারই প্রকাশিত হয়েছে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফলও। এবছর দ্বাদশ শ্রেণিতে পাশের হার ৯২.৭১ শতাংশ। ৯৫ শতাংশের উপর নম্বর পেয়েছেন ৩৩,৪২৩ জন ছাত্রছাত্রী। আর ৯০ শতাংশের উপর নম্বর পেয়েছেন এক লক্ষ ৩৪ হাজার পড়ুয়া।
সিবিএসই-র পক্ষ থেকে জানানো হয়েছে cbse.gov.in ও cbse.gov.in ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল জানা যাচ্ছে। রোল নম্বর এবং স্কুলের নম্বর দিয়ে পরীক্ষার ফল ডাউনলোড করা যাবে। ক্লাসভিত্তির রেজাল্টের লিঙ্কে ঢোকার পর পড়ুয়ারা তাঁদের রোল নম্বর এবং স্কুল নম্বর ব্যবহার করলেই সিবিএসই স্কোরকার্ড দেখা যাবে।

Skip to content