আবারও অনলাইন পরীক্ষার দাবিতে পড়ুয়ারা বিক্ষোভ দেখাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ছাত্রছাত্রীদের বিক্ষোভের জন্য কলেজ স্ট্রিট চত্বরে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে, সংস্কৃত কলেজেও একই দাবিতে বিক্ষোভ চলছে। কলেজের উপাচার্যকে ঘেরাও করা হয়েছে। পরীক্ষা অনলাইনে না কি অফলাইনে হবে আগামী ৩ জুন সিন্ডিকেটের বৈঠকে আলোচনা হবে বলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। যাদবপুর এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় অফলাইন পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ও একই সিদ্ধান্ত নিতে পারে, এই আশঙ্কায় পড়ুয়াদের একাংশ বিক্ষোভে নেমেছেন।
কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ৫০ শতাংশ অধ্যক্ষ বৃহস্পতিবারের বৈঠকে অফলাইন পরীক্ষার পক্ষে সিদ্ধান্ত জানিয়েছেন। একেই বিষয়ে পিজি এবং ইউজি কাউন্সিলদের নিয়েও বৈঠক হয়েছিল গত ২০ মে। দুই বৈঠকের রিপোর্ট নিয়ে আগামী ৩ জুন সিন্ডিকেটের বৈঠকে আলোচনা হবে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পরীক্ষা অনলাইনে না কি অফলাইনে হবে।
কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ৫০ শতাংশ অধ্যক্ষ বৃহস্পতিবারের বৈঠকে অফলাইন পরীক্ষার পক্ষে সিদ্ধান্ত জানিয়েছেন। একেই বিষয়ে পিজি এবং ইউজি কাউন্সিলদের নিয়েও বৈঠক হয়েছিল গত ২০ মে। দুই বৈঠকের রিপোর্ট নিয়ে আগামী ৩ জুন সিন্ডিকেটের বৈঠকে আলোচনা হবে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পরীক্ষা অনলাইনে না কি অফলাইনে হবে।