সোমবার ৭ অক্টোবর, ২০২৪


ছবি প্রতীকী

কলকাতা বিশ্ববিদ্যালয় বিক্ষোভকারী পড়ুয়াদের অনলাইনে পরীক্ষার দাবি মানল না। সশরীরে উপস্থিত হয়েই কলেজ-বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হবে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বৈঠকে অফলাইনে পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
পিজি এবং ইউজি কাউন্সিলরদের নিয়ে কর্তৃপক্ষ গত ২০ মে বৈঠক ডাকা হয়েছিল পরীক্ষা অফলাইনে না অনলাইনে হবে তা নিয়ে। এর পর গত ২৭ মে অধ্যক্ষদের সঙ্গে আলোচনায় বসেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই বৈঠকে ৫০ শতাংশ অধ্যক্ষ অফলাইন পরীক্ষার পক্ষে সিদ্ধান্ত জানিয়েছেন। দুই বৈঠকের রিপোর্ট নিয়ে ৩ জুন সিন্ডিকেটের বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল। সেই সিন্ডিকেটের বৈঠকেই অফলাইনে পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ds by
শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই চূড়ান্ত সিদ্ধান্তের পরে বিক্ষোভকারী পড়ুয়ারাও তাঁদের আন্দোলন তুলে নেন। আন্দোলনকারীদের একাংশের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের এই চূড়ান্ত সিদ্ধান্তের ফলে আমাদের অবস্থান নিয়ে এখনও কিছু ভাবা হয়নি। তবে জানা গিয়েছে, গণস্বাক্ষর সংগ্রহ করে অনলাইনে পরীক্ষার দাবিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে পাঠানো হতে পারে।

Skip to content