![](https://samayupdates.in/wp-content/uploads/2022/07/High-Court.jpg)
ছবি প্রতীকী
মঙ্গলবার প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ মামলার শুনানি শেষ হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-ও তদন্তের রিপোর্ট মঙ্গলবার আদালতে জমা দিয়েছে। যদিও বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা স্থগিত রেখেছে।
ডিভিশন বেঞ্চের বক্তব্য, প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ মামলার শুনানি শেষ। রাজ্য সরকার আরও সময় চেয়েছিল। ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে জানিয়েছে, এই মামলা নিয়ে কারও কোনও বক্তব্য থাকলে আগামী শুক্রবারে বিকেল সাড়ে ৪টের মধ্যে তা লিখিত আকারে জানাতে হবে। আর অতিরিক্ত সময় দেওয়া হবে না। পাশাপাশি সিঙ্গল বেঞ্চের শুনানি ও নির্দেশের ওপর কোনও স্থগিতাদেশ থাকবে না বলেও হাইকোর্ট জানিয়ে দিয়েছে।
ডিভিশন বেঞ্চের বক্তব্য, প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ মামলার শুনানি শেষ। রাজ্য সরকার আরও সময় চেয়েছিল। ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে জানিয়েছে, এই মামলা নিয়ে কারও কোনও বক্তব্য থাকলে আগামী শুক্রবারে বিকেল সাড়ে ৪টের মধ্যে তা লিখিত আকারে জানাতে হবে। আর অতিরিক্ত সময় দেওয়া হবে না। পাশাপাশি সিঙ্গল বেঞ্চের শুনানি ও নির্দেশের ওপর কোনও স্থগিতাদেশ থাকবে না বলেও হাইকোর্ট জানিয়ে দিয়েছে।
বিচারপতিরা গত সপ্তাহে সিবিআইয়ের আইনজীবীকে বলেছিলেন, প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ মামলার তদন্তে এখনও পর্যন্ত সিবিআইয়ের কী অগ্রগতি, সে সম্পর্কে হাই কোর্ট জানতে চায়। অগ্রগতি সম্পর্কিত তথ্য রিপোর্ট আকারে আগামী মঙ্গলবারের মধ্যে জমা দিতে হবে। হাই কোর্টের নির্দেশ মতোই সিবিআই মঙ্গলবার আদালতকে রিপোর্ট জমা দিয়েছে।