সদ্য প্রাথমিক শিক্ষক পর্ষদের সভাপতির পদ থেকে অপসারিত তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে দু’ সপ্তাহের মধ্যে তাঁর পরিবারের সম্পত্তির হিসেব দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার প্রাথমিক শিক্ষক পর্ষদের সভাপতির পদ থেকে অপসারিত মানিক কলকাতা হাই কোর্টে হাজিরা দেন। বিচারপতি তাঁকে বলেন, ‘আপনি বিধানসভার সদস্য, তাই কাঠগড়ায় তুলছি না। এর পর তাঁর জন্মতারিখ, পরিচয় প্রভৃতি জানার পর আদালত তাঁকে আগামী ২ সপ্তাহের মধ্যে তাঁর সম্পত্তির তথ্য হলফনামা দিয়ে জানাতে নির্দেশ দেয়। স্ত্রী, পুত্র, বউমার নামেও কী কী সম্পত্তি কতটা পরিমাণে আছে, তাও বিস্তারিত ভাবে জানাতে হবে। মেয়ের নামে বিয়ের আগে কত সম্পত্তি ছিল সেই তথ্যও উল্লেখ করতে হবে। ৫ জুলাইয়ের মধ্যে হলফনামা জমা দিতে হবে। এমনকি, আদালত এও জানায়, মানিক আরও কোনও সম্পত্তিকে ভবিষ্যতে নিজের বলে দাবি করতে পারবেন না। হলফনামায় উল্লেখ করা তথ্যকেই সঠিক বলে ধরা হবে।