শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

১০০-র মধ্যে ১৫১ নম্বর! অপ্রত্যাশিত ফল! এক পড়ুয়া পরীক্ষায় ১০০-নম্বরের মধ্যে ১৫১ নম্বর পেয়েছেন! ঘটনাটি ঘটেছে বিহারের দ্বারভাঙা জেলায় একটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায়। পরীক্ষার এই ফল দেখে চমকে গিয়েছেন ওই পড়ুয়াও।
বিএ (অনার্স) বিভাগের এক ছাত্র ললিত নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষায় এই এই নম্বর পেয়েছেন। ওই পরীক্ষার্থীর কথায়, ‘পরীক্ষার ফল দেখে চমকে গিয়েছি। তবে এটা অস্থায়ী মার্কশিট, তবুও পরীক্ষার ফল যাচাই করা দরকার ছিল বিশ্ববিদ্যালয়ের।’
আরও চমক আছে। এই বিশ্ববিদ্যালয়ের আর এক পড়ুয়া বি কম পার্ট টু-র পরীক্ষায় শূন্য পেয়েছেন অ্যাকাউন্টিং ও ফিনান্সে। এখানেই শেষ নয়, ওই পরীক্ষার্থী শূন্য পেয়েও পরের গ্রেডে উত্তরণ ঘটেছে।
ছাত্রছাত্রীদের কথায়, বিশ্ববিদ্যালয় ভুল স্বীকার করেছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, টাইপে ভুল হয়ে গিয়েছে। আবার নতুন মার্কশিট তৈরি করে দেওয়া হয়েছে।

Skip to content