রবিবার ৬ অক্টোবর, ২০২৪


ছবি প্রতীকী

বিনা পরিশ্রমে একদিনও ক্লাস না করেও কেউ চাইলেই তার পছন্দের ডিগ্রি কিনে নিতে পারেন চড়া দামে। এমনই এক ব্যবসা ফেঁদে বসে ছিল একটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়টির নাম সর্বপল্লী রাধাকৃষ্ণণ বিশ্ববিদ্যালয়। এটি ভোপালে অবস্থিত। বৃহস্পতিবার এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য এবং একজন প্রাক্তন উপাচার্যকে পুলিশ গ্রেফতার করেছে। তাঁরা অর্থের বিনিময় ছাত্রছাত্রীদের কাছে শিক্ষাদানের বদলে ডিগ্রি বিক্রি করছিলেন। পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় ২০১৭ সাল থেকে এই ব্যবসা শুরু করে। এর মধ্যে ১০১ জনকে ডিগ্রি বিক্রি করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার মধ্যে ৪৪ জনকে চিহ্নিত করে তাঁদের থেকে শংসাপত্র ফিরিয়ে নেওয়া হয়েছে। বাকিদের খোঁজ চলছে। বিক্রি হওয়ার ডিগ্রির মধ্যে রয়েছে বিএসসি, বিটেক, বিই— এমনকী এমবিএ-এর মতো স্নাতকোত্তর ডিগ্রিও। যে প্রাক্তন এবং বর্তমান উপাচার্য এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাঁদের নাম ড. এস এস কুশওয়া এবং ড. এম প্রশান্ত পিল্লাই। এছাড়াও আরও সাতজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই সাতজন ডিগ্রি বিক্রি করার এজেন্ট হিসেবে কাজ করতেন।

Skip to content