![](https://samayupdates.in/wp-content/uploads/2022/06/Madhyamik-result-22.jpg)
ছবি: প্রতীকী।
চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার ফল কি শীঘ্রই প্রকাশিত হবে? পরীক্ষার্থীদের উত্তরপত্র দেখার পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে বলে জানা গিয়েছে। এ বার শুরু হবে অনলাইনে নম্বর যাচাই প্রক্রিয়া। সেই প্রক্রিয়াও শনিবার থেকেই শুরু হচ্ছে, চলবে আগামী ১ মে পর্যন্ত। মধ্যশিক্ষা পর্ষদ এই মর্মে মুখ্য পরীক্ষকদের উদ্দেশে বিজ্ঞপ্তি দিয়েছে।
অনলাইনে নম্বর যাচাই প্রক্রিয়া শুরু করা হবে শনিবার সকাল ১১টা থেকে। অনলাইনে নম্বর যাচাই প্রক্রিয়া চলবে আগামী ১ মে, সোমবার মধ্যরাত পর্যন্ত। বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে, মূলত স্বচ্ছতা বজায় রাখতেই অনলাইনে এই প্রক্রিয়া করা হচ্ছে।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/12/english-tinglish-2.jpg)
ইংলিশ টিংলিশ: আজকে এসো দেখি Prefix আর Suffix কাকে বলে
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/04/Fish-3-1.jpg)
বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৫২: প্রাকৃতিক উপায়ে মাছের ফলন বাড়াতে পুকুরে উদ্ভিদকণা ও প্রাণীকণার ভারসাম্য ঠিক রাখা জরুরি
অনলাইনে নম্বর যাচাইয়ের জন্য www.wbbsedata.com নামে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। যদি এই প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন। হয়তো এমনও অনেক পরীক্ষক রয়েছেন, যাঁদের বাড়িতে ইন্টারনেট পরিষেবা নেই। সেক্ষেত্রে এই প্রক্রিয়ার জন্য তাঁদের কোনও সাইবার ক্যাফেতে গিয়ে কাজটি করতে হবে। তাই অনলাইনে নম্বর যাচাই প্রক্রিয়া কতটা সুরক্ষিত এবং স্বচ্ছতা বজায় থাকবে, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/11/samayupdates_dashavuja_9.jpg)
দু’শো বছর আগে হলে তিনি ইঞ্জিনিয়ারের বদলে সতী হতেন
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/04/R-D-Burman.jpg)
পঞ্চমে মেলোডি, পর্ব-৮: সলিল চৌধুরীর সুরারোপিত গান খুব মনোযোগ দিয়ে শুনতেন পঞ্চম
আগে পর্ষদ সূত্রে জানা গিয়েছিল, উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়ায় খাতা দেখা, নম্বর দেওয়া, নম্বর যাচাই পদ্ধতি, অর্থাৎ ফলপ্রকাশের আগে পর্ষদকে পর্যন্ত ৫টি পর্যায় পেরোতে হয়। ওই ৫টি পর্যায়ের মধ্যে ২টি ধাপ হল মুখ্য পরীক্ষকদের কাছ থেকে উত্তরপত্র নম্বর সংক্রান্ত বিষয়ে নম্বর সংক্রান্ত ব্যাখ্যা তলব, আর দ্বিতীয়টি হল তা যাচাই প্রক্রিয়া। প্রতি বারের মতো এই ২টি পর্যায় হাতেকলমের পরিবর্তে পর্ষদ অনলাইনে করতে চায়। জানা গিয়েছে, মূলত পরীক্ষার ফলপ্রকাশ প্রক্রিয়া দ্রুততর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।