বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

সোমবার থেকে আবার স্কুল খুলছে? তাপপ্রবাহের জেরে গত রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায় যে ছুটি ঘোষণা করেছিলেন, তার মেয়াদ কি আরও বাড়বে? কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এ নিয়ে নতুন কোনও বিজ্ঞপ্তি জারি না হওয়ায় বিভ্রান্তি তৈরি হচ্ছিল।
শেষমেশ সেই বিভ্রান্তি দূর হয়েছে। এ প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, স্কুল খুলছে। তবে তিনি এও জানিয়ে দেন, কবে থেকে স্কুল খুলছে, এ নিয়ে কোনও বিভ্রান্তি থাকার কথা নয়। কারণ গত রবিবার স্কুল শিক্ষা দফতরের নোটিসে এ বিষয়ে পরিষ্কার করে জানানো হয়েছিল।

ডায়াবিটিসে ভুগলে অনিদ্রাও দেখা যায়, কোন পথে সমাধান?

রাজ্যে চার বছরের স্নাতক পাঠক্রম ২০২৪-এর শিক্ষাবর্ষ থেকেই, প্রস্তুতি শুরু শিক্ষা দফতরের

রাজ্য যখন তীব্র দাবদাহে পুড়ছে, তখন গত রবিবার স্কুল-কলেজের পড়ুয়াদের কথা ভেবে মুখ্যমন্ত্রী সপ্তাহের জন্য ছুটি ঘোষণা করেছিলেন। স্কুল শিক্ষা দফতর মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘‘রাজ্যে তাপপ্রবাহ পরিস্থিতির কারণে দার্জিলিং, কালিম্পংয়ের স্কুলগুলি ছাড়া বাকি সব স্কুল এক সপ্তাহের জন্য অথবা পরবর্তী নোটিস না আসা পর্যন্ত বন্ধ থাকবে।’’ তবে এও জানানো হয়েছিল, ‘‘এক সপ্তাহের ছুটি বা পরবর্তী নোটিস— দুটির মধ্যে যেটি আগে আসবে, সেটিই কার্যকর হবে।’’
আরও পড়ুন:

আপনার সঙ্গীর মধ্যে কি এই লক্ষণগুলি প্রবল? হতে পারে আপনি তাঁর প্রথম পছন্দ নয়

পঞ্চমে মেলোডি, পর্ব-৮: সলিল চৌধুরীর সুরারোপিত গান খুব মনোযোগ দিয়ে শুনতেন পঞ্চম

স্কুল শিক্ষা দফতর রবিবার দুপুর পর্যন্ত নতুন কোনও বিজ্ঞপ্তি জারি করেনি। এতে অভিভাবক এবং পড়ুয়াদের মনে বিভ্রান্তি তৈরি হয়েছিল। এ প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, ‘‘নোটিসে যা বলা হয়েছিল, তাই কার্যকর হবে। নোটিসে উল্লেখই ছিল পরবর্তী নোটিস না এলে ছুটি এক সপ্তাহেরই হবে। তাই নতুন করে যখন নোটিস আসেনি, তাই আগামীকাল সোমবার থেকেই স্কুল খুলবে।’’

Skip to content