বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সিবিআইয়ের হাতে ৪২,৯৪৯ জন শিক্ষকের নিয়োগ সংক্রান্ত তথ্য জমা দিয়েছে। জানা গিয়েছে, গত শুক্রবার এই তথ্য সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে তদন্ত করছে সিবিআই। সেই তদন্তের প্রয়োজনে এই তথ্য পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে চেয়েছিল সিবিআই।
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই সব তথ্য হাতে পেতে তড়িঘড়ি বিজ্ঞপ্তি জারি করে। প্রাথমিক শিক্ষা সংসদের তরফে এই বিজ্ঞপ্তিটি জারি করেছিলেন সংসদের সেক্রেটারি আরসি বাগচী। বিজ্ঞপ্তিতে বলা হয়, কলকাতা হাই কোর্টের নির্দেশে ৪২,৯৪৯ শিক্ষক নিয়োগের বিষয়টি নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তদন্ত করছে। তাই জরুরি ভিত্তিতে এক্সেল শিট-এ ৪২,৯৪৯ জন শিক্ষককেই তাঁদের নিয়োগ সংক্রান্ত নথি পর্ষদকে দ্রুত পাঠানোর নির্দেশ এসেছে।
এমনকি, পর্ষদ একটি ইমেলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছিল। বুধবার প্রাথমিক শিক্ষা সংসদে ওই ৪৩ হাজার শিক্ষকের তথ্য অনলাইনে জমা পড়ে। বৃহস্পতি ও শুক্রবার সেই সমস্ত তথ্য ভালো করে যাচাইয়ের পর তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দফতরে পাঠিয়ে দেয় সংসদ।

Skip to content