বুধবার ২২ জানুয়ারি, ২০২৫


রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে ১৮৭ জন চাকরিপ্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকল। এ নিয়ে শুক্রবার পর্ষদ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আচার্য ভবনে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা থেকে। এখানেই শেষ নয়, ওই বিজ্ঞপ্তিতে ১৮৭ জনের নামের তালিকাও প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী, চাকরিপ্রার্থীদের আগামী ১৯ সেপ্টেম্বর সোমবার নথিপত্র নিয়ে আচার্য ভবনে পৌঁছতে হবে। পর্ষদকর্তারা সেই সব নথিপত্র যাচাই করে দেখবেন। সেই সঙ্গে সব নিয়ম মেনে চাকরিপ্রার্থীদের ‘ভাইভা’ নেওয়া হবে। এদিন পুরো প্রক্রিয়াটি চলবে বিকেল ৫টা পর্যন্ত।
আরও পড়ুন:

বিদেশেও সংকট, অজয় দেবগনের ‘থ্যাঙ্ক গড’কে নিষিদ্ধ ঘোষণা কুয়েত সেন্সর বোর্ডের

চরিত্র বদলে ফেলেছে ডেঙ্গি, উপসর্গ পরিবর্তনে প্লেটলেট ঠিক থাকলেও কমছে অক্সিজেনের মাত্রা, বাড়ছে উদ্বেগ

উল্লেখ্য, ২০১৬ সালের প্রাথমিক শিক্ষকদের যোগ্যতা নির্ধারক পরীক্ষা টেট-এ প্রশ্নে ভুল ছিল। পরে এ নিয়ে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় আদালত নির্দেশ দেয়, ভুল প্রশ্নের জন্য বাড়তি নম্বর দিতে হবে পরীক্ষার্থীদের। কিন্তু বাড়তি নম্বর পেয়ে পরীক্ষার্থীরা পাশ করলেও পর্ষদ তাঁদের চাকরি দেয়নি। এ অভিযোগে ফের হাই কোর্টে মামলা দায়ের করা হয়। সম্প্রতি সেই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদকে তিন দফায় মোট ১৮৭ জনকে পুজোর আগে চাকরি দিতে নির্দেশ দেন। সেই মতো বিজ্ঞপ্তি জারি করে ১৯ সেপ্টেম্বর সোমবার আচার্য ভবনে চাকরিপ্রার্থীদের ডাকা হয়েছে।

Skip to content