রবিবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৫


ফের আলোচনায় অঙ্কিতা অধিকারী। কলেজে অধ্যাপনার জন্যও শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা ইন্টারভিউ দিয়েছেন এই তথ্য প্রকাশ্যে আসতেই হঠাৎ করে কলেজ সার্ভিস কমিশন কর্তৃপক্ষ তাদের ইন্টারভিউ-এর প্রক্রিয়া স্থগিত করে দিয়েছে। বিজ্ঞপ্তি জারি করে শনিবার কমিশন জানিয়েছে, জুন মাসে ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত থাকবে কমিশনের সংস্কারের কাজের জন্য। কমিশনের সেক্রেটারি ইনচার্জের জারি করা এই বিজ্ঞপ্তি আপলোড করা হয়েছে সংস্থার ওয়েবসাইটেও। যারা কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে আন্দোলন করছেন তাদের মত, ইন্টারভিউ-এর প্রক্রিয়া স্থগিত করে আসলে তাদের দাবিকেই মান্যতা দেওয়া হল কলেজ সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে।
২০১৮ সালে যারা মেধা তালিকায় থেকেও চাকরি পাননি, তারা দুর্নীতি নিয়ে সরব হয়ে বেশ কিছু দিন ধরে আন্দোলন করছেন। এই আন্দোলনকারী সংগঠনের একাংশের বক্তব্য, কলেজ সার্ভিস কমিশন ভবনের ডেটা রুমের তথ্যও সংরক্ষণ করা হোক কেন্দ্রীয় বাহিনী দিয়ে।
এদিকে, কেবল মেয়ে অঙ্কিতাই নন, আরও অন্তত ২৫ জনের সরকারি চাকরির ব্যবস্থা করেন এমন অভিযোগ উঠেছে রাজ্যের শিক্ষা রাষ্ট্রমন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে। আদালতের নির্দেশে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। শাস্তি স্বরূপ দুটি কিস্তিতে তাঁকে ৪১ মাসের বেতনও ফেরতও দিতে হবে। এর মধ্যে শুক্রবার প্রকাশ্যে আসে কলেজে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপনার জন্য গত ২৬ এপ্রিল ইন্টারভিউ দিয়েছেন অঙ্কিতা।

Skip to content