
ছবি: সংগৃহীত
কেন আখের রস খাবেন?
তাৎক্ষণিক শক্তির উৎস
আখের রস গরমকালে সবার খুব প্রিয় একটু পানীয় এতে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে যা দ্রুত এনার্জির জন্য প্রয়োজন। পাশাপাশি ইলেক্ট্রোলাইট থাকার জন্য জলশূন্যতা ঠিক করতেও সাহায্য করে।

হ্যালো বাবু!, পর্ব-৬৮: গুগলি/৩

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৭১: ধর্মকার্যের জন্য টাকা জোগাড় করা আর সাদা কাপড়ে ময়লা লাগিয়ে ধোয়া, দুই-ই সমান
হজমের জন্য ভালো
হজমের জন্য ভালো
আখের রসে আঁশ থাকার কারণে অন্ত্রের গতি বৃদ্ধি পায় এবং অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে। এর ফলে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে এবং কোষ্ঠকাঠিন্যের সম্ভাবনা কমে।

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১০২: অন্ধকারে কে?

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১১১: মৃণালিনীর মৃত্যুর পর বিবাহ-প্রস্তাবের মুখোমুখি রবীন্দ্রনাথ
গ্রীষ্মকালে শরীরের হাইড্রেশন
শরীরকে হাইড্রোয়েট রাখে আখের রস। এটা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং জলশূন্যতার সমস্যা কমায়।

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৮৭: সুন্দরবনের পাখি — ফিঙে

উত্তম কথাচিত্র, পর্ব-৬৬: জীবন নিয়ে কৌতুক আর ‘যৌতুক’
হাড়ের ঘনত্বের জন্য ভালো
আখের রস খেলে হাড়ের শক্তি ফিরে পেতে সাহায্য করে কারণ এতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ক্যালশিয়াম থাকে। কম ক্যালশিয়ামযুক্ত খাবার বা তরল হাড়ের সমস্যা, হাড়েরক্ষয় বা হাড় দুর্বল হতে পারে।

মহাকাব্যের কথকতা, পর্ব-১০১: অর্জুন প্রমাণ করলেন, রাজধর্ম পালনের ক্ষেত্রে মিথ্যাচারের কোনও স্থান নেই

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-১৪: ‘…জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়’, লরেন্স ও ফ্রিডা/২
ওজন কমানোর জন্য ভালো
নিয়মিত আখের রস খেলে ওজন কমাতে সাহায্য করতে পারে, কারণ এতে ক্যালোরি কম এবং চর্বিমুক্ত প্রকৃতির উপাদান রয়েছে। রসের মিষ্টি প্রকৃতি অতিরিক্ত ক্যালোরি যোগ না করেই ক্ষুধা মেটায়। এটি ক্ষুধা মেটাতে সাহায্য করে এবং অতিরিক্ত ক্যালোরি এড়াতে সাহায্য করে যা ওজন কমানোর জন্য ভালো।
যোগাযোগ: ৯৮৩০৭৬৮১৫২