ছবি: প্রতীকী। সংগৃহীত।
কখনও কোথাও লু বইছে তো কোথাও আবার বাতাসের আর্দ্রতা বেশি থাকার জন্য গরমের সঙ্গে সঙ্গে ঘেমে নিয়ে একসা অবস্থা। অতিরিক্ত ঘামের সঙ্গে দেহ থেকে জল ও ইলেকট্রোলাইটস বেরিয়ে গিয়ে ডিহাইড্রেশন, ক্লান্তি, অবসন্নভাব, চোখ মুখ অন্ধকার হয়ে যাওয়া, গলা ও বুক শুকিয়ে যাওয়া, প্রেসার ফল করা ইত্যাদি ছাড়াও বদহজম, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, সর্দি কাশি, ভাইরাল ফ্লু এবং সানস্ট্রোকের সমস্যাও বেড়ে যেতে পারে। অগত্যা এই গরমকালে গরমের সঙ্গে মোকাবিলা করে ভালো থাকার জন্য ডায়েটের উপর বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
কখনও কোথাও লু বইছে তো কোথাও আবার বাতাসের আর্দ্রতা বেশি থাকার জন্য গরমের সঙ্গে সঙ্গে ঘেমে নিয়ে একসা অবস্থা। অতিরিক্ত ঘামের সঙ্গে দেহ থেকে জল ও ইলেকট্রোলাইটস বেরিয়ে গিয়ে ডিহাইড্রেশন, ক্লান্তি, অবসন্নভাব, চোখ মুখ অন্ধকার হয়ে যাওয়া, গলা ও বুক শুকিয়ে যাওয়া, প্রেসার ফল করা ইত্যাদি ছাড়াও বদহজম, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, সর্দি কাশি, ভাইরাল ফ্লু এবং সানস্ট্রোকের সমস্যাও বেড়ে যেতে পারে। অগত্যা এই গরমকালে গরমের সঙ্গে মোকাবিলা করে ভালো থাকার জন্য ডায়েটের উপর বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
ডায়েট ফটাফট: জেনে নিন নিয়মিত ব্রেকফাস্টে ওটস খাওয়ার ১০ উপকারিতা
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-২১: ক্যানসার মানেই মৃত্যু?
শাক-সব্জি
বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-২১: ষষ্ঠী ষাট ষাট ষাট ও সমৃদ্ধি কামনা
গা ছমছমে ভৌতিক উপন্যাস: মিস মোহিনীর মায়া, পর্ব-৩: এরকম ভুল হল কী করে? তবে কি আমাকে কিছুতে বশ করেছে?
দুধ ও দুধ জাতীয় খাবার
মাছ মাংস ডিম
ডাল জাতীয় খাবার
দশভুজা: যে গান যায়নি ভোলা— প্রাক জন্মদিনে তাঁর প্রতি বিশেষ শ্রদ্ধার্ঘ্য…/১
চলো যাই ঘুরে আসি: ইতিহাস যেখানে ঘুমিয়ে আছে
গরমে ভালো থাকার টিপস
যোগাযোগ: ৯৮৩০২১৪৯৭১