শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া সব ছাত্র-ছাত্রীদের অনেক শুভেচ্ছা৷ মনোযোগ দিয়ে পড়লে ইংরাজিতে ৯০ পাওয়া অসম্ভব ব্যাপার নয়৷ প্রস্তুতির শেষ পর্বে যেসব বিষয় গুলোকে বেশি গুরুত্ব দেওয়া দরকার, সেগুলোই আজ এই প্রতিবেদনের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি৷
Section – A
Reading Comprehension (Seen and Unseen)

প্রত্যেকটি Text খুব ভালো করে পড়ো৷ প্রতিটি Sentence-এর বঙ্গানুবাদ যেন ঠিকমতো জানা থাকে৷ তাহলে খুব সহজ লাগবে৷ সুবিধে হবে Answer লেখার সময়৷ অজানা wordগুলো জেনে নেবে৷ Prose আর Poetry বেশ কয়েকবার পড়বে৷ ধৈর্য ধরে পড়বে আর বুঝবে৷
Comprehension Test-এর Questionগুলো solve করার সময় questions-এর ভাষাটা ভালো করে বুঝবে৷ Instruction বুঝে নেবে আগে৷ তারপর Answer করবে৷
Correct alternative খোঁজার সময় 4টে option আগে বুঝে নাও৷ তাহলেই সঠিকটা select করতে পারবে৷
Complete the following sentences-এর ক্ষেত্রে বাক্যের যে অংশটা দেওয়া আছে তা ভালো করে পড়ো৷ Tense ও বাক্যের গঠনটা বুঝে নাও৷ এবার সঠিক বাকি অংশটি খুঁজে বার করবে passage থেকে৷ ঠিক যতটুকু Information লাগবে ততটুকু Informationই লিখবে৷ বাক্যের গঠনটি যেন শুদ্ধ হয়৷
True এবং False নির্বাচনের ক্ষেত্রে Question Paper-এ দেওয়া Sentenceটির অর্থ ভালো করে বুঝতে হবে৷ তাহলে Supporting Sentenceও নির্ভুল করতে পারবে৷
Question Answer-এর ক্ষেত্রে প্রশ্নের ভাষা ও Tense বুঝে Answer লিখবে৷ যদি Question একবার পড়ে না বুঝতে পারো দু-তিনবার পড়বে৷ Question past tense-এ থাকলে Answer past tense-এ লিখবে৷ Verb-এর form আর auxiliary verb (সাহায্যকারী ক্রিয়া) এর সঠিক ব্যবহার করবে৷
Unseen passage কয়েকবার পড়তে হয়৷ মনে রাখবে এটা Reading Skill Section, পড়তে পারা মানে সঠিকভাবে বুঝতে পারার দক্ষতা অর্জন করতে হবে৷ অজানা শব্দগুলো পড়ার সময় pencil দিয়ে underline করবে৷ Vocabularyতে word meaningগুলো দেওয়া থাকে সেটি দেখবে৷ তাহলে শব্দগুলো বুঝে যাবে৷
Section – B
Grammar and Vocabulary

A

Correct alternative-এ Tense ও Subject-এর Number (singular না plural) বুঝে Answer করবে৷
Do as directed-এ ভেবেচিন্তে article আর preposition বসাবে৷
Voice আর Narration থাকবে পরীক্ষায়৷ ভালো করে ruleগুলো শিখে practice করবে৷
Phrasal verb-এর ক্ষেত্রে Sentence-এর tense অনুযায়ী phrasal verb-এর form পরিবর্তন করে নেবে৷
যেমন: The man abandoned evil company. abandoned -এর পরিবর্তে give off লিখলে হবে না৷ লিখবে gave off.

B

Vocabulary-তে passage-এর Main Wordগুলো দেওয়া হয়৷ একটু চিন্তাভাবনা করে লিখলে ভুল হবে না৷
Section – C
Writing

Points সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ প্রত্যেক points ধরে আলাদা বাক্য গঠন করবে৷ বাক্য গঠনের সময় বাক্য গঠনের সব নিয়ম মানবে৷ Sentenceটি Active না Passive হবে, Verb-এর form, Helping verb, Tense, Article বা Preposition সব দিকে লক্ষ রাখবে৷
প্রথমে pencil দিয়ে rough লিখে নেবে ছোট ছোট অক্ষরে কোনও জায়গায়৷ তারপর লিখলে ভুল হবে না৷
Letter, Notice, Report-এর form ঠিক করে লিখবে৷ Form-এর জন্য Marks থাকবে৷
Story, Letter, Notice খুব ভালো করে পড়বে৷ বইতে অনেক Model answers লেখা থাকে৷ বাকি writing-এর topicগুলো যেমন Paragraph, Report, Processও ভালো করে practice করবে৷ Personal Letterগুলো খুব important তোমাদের৷ এছাড়াও Letters to the Editor, Chairman এগুলোও শিখবে কী করে লিখতে হয়৷
জরুরি পরামর্শ

Spelling ভুল করবে না৷ Pencil দিয়ে হালকা করে Answer লিখে pen দিয়ে লেখো৷ এতে ভুলভ্রান্তি হবে না৷
বাড়িতে 5 বছরের Question paper অবশ্যই solve করবে৷ এছাড়াও Model Questions, Test papers solve করবে৷
Full Marks পাওয়ার জন্য perfection দরকার৷ মনোযোগী ছাত্রছাত্রীরা সবকিছু perfect লিখতে পারে, বুঝতে পারে৷ Practice করো৷ আর সবাই Confidence বাড়াও৷
তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা৷ আনন্দ করে পড়াশোনা করো সবাই৷ ভালো ফল হবেই৷

Skip to content