সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা। করোনা পরিস্থিতিতে তোমাদের অষ্টম এবং নবম শ্রেণির পঠন পাঠন অবশ্যই কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে সেই বাধা বিঘ্ন পেরিয়ে তোমরা দশম শ্রেণিতে উঠেছ। আশা করি সারা বছর খুব ভালো করে পড়াশোনা করেছো। মাধ্যমিকে জীবন বিজ্ঞানে ভালো ফল করতে হলে নিম্নলিখিত কথাগুলো পালন করার চেষ্টা করো।
ভালো নম্বরের জন্য অবশ্যই মাথায় রাখতে হবে
● ভালো নম্বর পেতে হলে প্রশ্ন চয়নের ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে।
● উত্তর ‘টু দ্য পয়েন্ট’ লিখবে। গুরুত্বপূর্ণ কথাগুলো আন্ডারলাইন করবে।
● অযথা অতিরিক্ত লিখে সময় নষ্ট করবে না। বরং সময় বাঁচিয়ে যে উত্তরেই চিত্র সম্ভব এঁকে আসবে।
● পাঠ্যবই খুঁটিয়ে বুঝে পড়তে হবে।
● কোন বিষয়ে না বুঝে মুখস্ত করলে উত্তর লেখা সহজ হবে না।
● ‘জেনেটিক ক্রস’গুলি গুরুত্বপূর্ণ। তাই ভালো করে প্র্যাকটিস করতে হবে চেকার বোর্ড-সহ। ডানদিকে ‘P জনু’, ‘গ্যামেট’, ‘F1 জনু’, ‘F2 জনু’— এগুলো লিখতে ভুলো না।
● মানব চক্ষুর লম্বচ্ছেদ, প্রতিবর্ত চাপের বিভিন্ন অংশ এবং কোশ বিভাজনের চিত্র অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে।
● ৯০ নম্বরের মধ্যে সর্বাধিক প্রায় ২৪ থেকে ২৫ নম্বর শেষ অধ্যায় থেকে আসবে। ফলে এই অধ্যায়টি গুরুত্ব সহকারে পড়তে হবে।
● প্রশ্নের ভাষা বুঝে উত্তর লেখা শুরু করবে। যেমন মাইটোসিস কোষ বিভাজনের ধারণা মানচিত্র অঙ্কন করো এই ধরনের প্রশ্ন থাকতে পারে।
● দুই নম্বরের প্রশ্নে যেখানে সম্ভব অবশ্যই চিত্র দেবে। যেমন মাছের গমনে পটকার ভূমিকা। এই প্রশ্নের উত্তরে পটকার ভূমিকা লেখার সঙ্গে পটকার চিত্র অবশ্যই একে দেবে। অথবা মাইক্রোপ্রোপাগেশন কী? সে ক্ষেত্রেও লেখার সঙ্গে চিত্র অবশ্যই দেবে।
● বুদ্ধিদীপ্ত কিছু প্রশ্নের সম্মুখীন হতে পারো যেমন ধরো পরীক্ষা হলে প্রশ্নপত্র পাওয়ার সময় তোমার দেহে কোন হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়? এই ধরনের প্রশ্নের উত্তর কিন্তু খুব সহজ হয় কিন্তু প্রশ্নের গঠন একটু বুদ্ধিদীপ্ত হওয়ায় অনেক ক্ষেত্রেই তোমরা ঘাবড়ে যাও।
● আমি এই ধরনের আরেকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। যেমন ধরো, এক ছাত্র লাস্ট বেঞ্চে বসে ব্ল্যাকবোর্ডের লেখা স্পষ্ট দেখতে পায় না কিন্তু প্রথম বেঞ্চে বসলে তার এই ধরনের সমস্যা হয় না। এই ছাত্রটি চক্ষু সংক্রান্ত কোন সমস্যায় ভুগছে এবং এই সমস্যা সমাধানের উপায় কি?
● কন্যা সন্তানের জন্ম হলে অনেক ক্ষেত্রেই মাকে দায়ী করা হয়। তুমি কি এই বিষয়টিকে সমর্থন করো? এই প্রশ্নের উত্তরে অবশ্যই মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি ক্রসের মাধ্যমে বুঝিয়ে লিখে দেবে।
● ফিনোটাইপ এবং জিনোটাইপের মধ্যে সম্পর্ক কি?
● ক্রোমোজোম, DNA এবং জিনের মধ্যে সম্পর্ক কি?
● প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখায় মিয়োসিসের তাৎপর্য লেখ।
● বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ কীভাবে জীব বৈচিত্র্য হ্রাসের জন্য দায়ী তা দুটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে লেখ।
● মানুষের রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিন এবং গ্লুকাগন কিভাবে কাজ করে?
● মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার F2 জনুতে বেঁটে গাছের আবির্ভাব পৃথকিভবনের সূত্রকে কিভাবে সমর্থন করে?
● একজন স্বাভাবিক পিতার বর্ণান্ধ কন্যা সন্তান থাকা কি সম্ভব? যুক্তিসহ বুঝিয়ে লেখ।
● ২ নম্বরের প্রশ্নের জন্য এই ধরনের প্রশ্নের উত্তরগুলি অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে।
আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুবই ভালো হবে ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা রইল।
* ক্লাসরুম (Classroom – Madhyamik 2023) : মনোজিৎ বর্ধন (Monojit Bardhan) জীবন বিজ্ঞানের শিক্ষক, রহড়া রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।