শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

পরীক্ষা মানেই একটা চাপা টেনশন। জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। তাই সকলের মধ্যেই একটা ভয় কাজ করবেই, সেটাই স্বাভাবিক। অনেক ছাত্র-ছাত্রীর কাছেই ইতিহাস বিষয় বেশ কঠিন বলেই মনে হয়। এর প্রধান কারণ, তারা ইতিহাস বিষয়টি ভালো করে বোঝার পরিবর্তে কেবলই মুখস্থ করে থাকে। আর বিষয়বস্তু মুখস্থ করে কখনওই ভালো নম্বর পাওয়া যায় না। ভালো নম্বর পেতে হলে তোমাদের কতকগুলি বিষয় অবশ্যই অনুসরণ করতে হবে।
 

প্রশ্ন কাঠামো ভালো করে জানতে হবে

ইতিহাসের প্রশ্ন কাঠামোয় দেখা যায় যে, বিভাগ-ক বহু বিকল্পভিত্তিক প্রশ্ন ২০টি, বিভাগ-খ ২০টি (করতে হয় ১৬টি) এবং বিভাগ-গ এ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক ১৬টি (করতে হবে ১১টি) প্রশ্ন থাকে। মোট ৫৮ নম্বর। ভালো নম্বর পেতে হলে এই ছোট প্রশ্নের উপর জোর দিতে হবে। তাই অবশ্যই একটি ভালো মানের পাঠ্যবই তোমাদের খুঁটিয়ে পড়তে হবে।

আরও পড়ুন:

মাধ্যমিক ২০২৩: পাঠ্যবই খুঁটিয়ে পড়লে বাংলায় বেশি নম্বর পাওয়া কঠিন নয়

 

সিলেবাস ও প্রশ্ন কাঠামো সম্পর্কে সঠিক ধারণা থাকা জরুরি

সিলেবাসে প্রতিটি অধ্যায়ে কত নম্বর থাকবে ও কোন প্রশ্ন কাঠামোয় কটা প্রশ্ন থাকবে সেটা ভালো মতো জানা ও প্রয়োজন মতো গুরুত্ব দেওয়া দরকার।

প্রতিটি আধ্যায়ে বিকল্পভিত্তিক কটি প্রশ্ন, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক কটি প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক কটি প্রশ্ন থাকবে অবশ্যই জানতে হবে।

অতীত অভিজ্ঞতা থেকে জানা যায় যে, দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম অধ্যায় থেকে বেশি নম্বর প্রশ্ন এসেছে। দ্বিতীয় অধ্যায় থেকে সর্বোচ্চ ২৬ নম্বর প্রশ্ন হয়েছে একাধিকবার। আবার প্রথম অধ্যায়ের বহু প্রশ্ন থাকা স্বত্ত্বেও মাত্র ৮নম্বর (১ + ১ =২ , ১+১=২, ২+২=৪) এসেছে।

৮ নম্বর প্রশ্নের ক্ষেত্রে দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্ন নির্বাচন করলে অবশ্যই তৃতীয় অধ্যায় করতে হবে। আবার চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন বাছলে অবশ্যই পঞ্চম অধ্যায় করতে হবে। ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন বাছলে অবশ্যই সপ্তম অধ্যায় করতে হবে। যে কোন দুটি অধ্যায় তোমাকে ভালো করে পড়লেই হবে।

আরও পড়ুন:

মাধ্যমিক ২০২৩: ইংরাজি পরীক্ষার প্রস্তুতি কীভাবে নিলে ভালো ফল করা সম্ভব, তা দেখে নাও একঝলকে

 

সঠিক প্রশ্ন নির্বাচন করতে হবে

ক) ১৫মিনিট প্রশ্ন পড়ার সুযোগ পাবে। তার মধ্যেই তুমি কোন কোন প্রশ্ন লিখবে তা নির্বাচন করে নাও।

এ বছরের জন্য অধ্যায় ভিত্তিক কিছু গুরুত্বপুর্ণ প্রশ্ন

প্রথম অধ্যায়

টিকা

নারীর ইতিহাস চর্চা।
ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রপের গুরুত্ব।
ইতিহাসের উপাদান হিসাবে সংবাদ পত্রের ভুমিকা।

আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-২২: স্বপ্নের সারথি পাঠিয়েছেন ‘বকুল’ ফুল

 

দ্বিতীয় অধ্যায়

সমকালীন বাংলার সমাজ জীবনের বর্ণনায় ‘বামাবোধিনী পত্রিকা’-র ভুমিকা।
পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান।
পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভুমিকা।
নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের ভুমিকা।
চিকিৎসা বিদ্যায় কলকাতা মেডিকেল কলেজের অবদান।
স্বামী বিবেকানন্দের ধর্মসংস্কারের আদর্শ।
 

আট নম্বরের ক্ষেত্রে

প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কী? শিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভুমিকা লেখ।
শিক্ষা বিস্তারে বেথুন ও ডেভিড হেয়ারের ভুমিকা লেখ।
ধর্ম ও সমাজ সংসস্কারে ব্রাহ্মসমাজের ভুমিকা।

আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪: আপনি কি খেয়ে উঠেই শুয়ে পড়বেন? জানেন কী হচ্ছে এর ফলে

 

তৃতীয় অধ্যায়

সাঁওতাল বিদ্রহ
তিতুমিরের বারাসাত বিদ্রোহ।
 

আট নম্বরের ক্ষেত্রে

অরণ্য আইন কেন প্রণীত হয়? আদিবাসীদের জীবন যাত্রায় এই আইন কীভাবে প্রভাবিত করেছিল?
নীল বিদ্রোহের কারণ ও চরিত্র বিশ্লেষণ করো।

আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৫০: লুকোনো বই পড়ার জন্য রবীন্দ্রনাথ বাক্সের চাবি চুরি করেছিলেন

 

চতুর্থ অধ্যায়

রাজনৈতিক চেতনা বিকাশে জমিদার সভা।
ভারত সভার উদ্দেশ্য ও কর্যকলাপ।
জাতীয়তা বিকাশে হিন্দু মেলার ভুমিকা।
 

আট নম্বরের ক্ষেত্রে

মহাবিদ্রহের(১৮৫৭খ্রিঃ) প্রকৃতি।
জাতীয়তাবাদ বিকাশে আনন্দমঠ উপন্যাস ও ভারত মাতা চিত্রের ভুমিকা।

আরও পড়ুন:

সোনার বাংলার চিঠি, পর্ব-৮: বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতীয় কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক ও বুদ্ধিজীবিদের ভূমিকা আমরা ভুলবো না

 

পঞ্চম অধ্যায়

শিক্ষা বিস্তারে ছাপা খানার ভুমিকা।
মুদ্রন শিল্পের বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভুমিকা।
বিঞ্জান চর্চায় জগদীশচন্দ্র বসুর ভুমিকা।
বিঞ্জান চর্চায় মহেন্দ্রলাল সরকারের ভুমিকা।
 

আট নম্বরের ক্ষেত্রে

বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিঊটের অবদান বিশ্লেষণ করো।
মানুশ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের ভাবনার পরিচয় দাও।

আরও পড়ুন:

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৪: ভাবলাম এ যাত্রায় কোনও রকমে বাঁচা গেল, কিন্তু এতো সবে সন্ধ্যে! রাত তখনও অনেক বাকি…

 

ষষ্ঠ অধ্যায়

বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকের ভুমিকা।
কংগ্রেস সমাজতন্ত্রী দল- টিকা।
মিরাট ষড়যন্ত্র মামলা-টিকা।
 

আট নম্বরের ক্ষেত্রে

বিংশ শতকের ভারতে উপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভুমিকা আলোচনা করো।

আরও পড়ুন:

শাশ্বতী রামায়ণী, পর্ব-৩৩: শোকস্তব্ধ অযোধ্যানগরী কি আপন করে নিল ভরতকে?

 

সপ্তম অধ্যায়

টিকা লেখো – দীপালি সংঘ।
দলিত অধিকার নিয়ে গান্ধি-আম্বেদকর বিতর্ক কী?
 

আট নম্বরের ক্ষেত্রে

বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভুমিকা লেখো।

আরও পড়ুন:

মহাভারতের আখ্যানমালা, পর্ব-৫২: উশীনরের ধর্মভাব পরীক্ষা করলেন বাজরূপী ইন্দ্র

 

অষ্টম অধ্যায়

ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের উদ্যোগ ও বিতর্ক লেখো।
আত্মজীবনী ও স্মৃতিকথায় দেশভাগের বিভিন্ন দিক আলোচনা করো।
হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীরের ভারত ভুক্তি আলোচনা করো।

সর্বপরি ইতিহাস বিষয়কে ভয় না পেয়ে একটু ভালোবেসে পড়লেই মাধ্যমিকে খুব ভালো নম্বর পাবে। সকলের সাফল্য কামনা করি।

* ক্লাসরুম (Classroom – Madhyamik 2023) : নিমাই মন্ডল (Nimai Mondal) ইতিহাসের শিক্ষক, রহড়া রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।।

Skip to content