শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী।

যে কোনও পরীক্ষার আগেই চিন্তা হওয়া স্বাভাবিক। কিন্তু মনে রেখো, তোমরা প্রত্যেকেই নিজের বিদ্যালয়ের টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। ফলে ফাইনালের জন্য নতুন করে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। তাই আত্মবিশ্বাস না হারিয়ে এতদিন যা পড়াশোনা করেছ, তার ভিত্তিতেই ভালো করে পরীক্ষা দাও। এখন শুধু দরকার অনুশীলন। এই অনুশীলনকে আমরা তিনটি ধাপে ভাগ করে নিয়ে আলোচনা করবো।
 

প্রথমত

অধ্যায়ভিত্তিক বিষয়বস্তু ভালো করে বুঝে নেওয়া, যা ইতিমধ্যেই তোমরা সেই সব অধ্যায় ভালোভাবে প্রস্তুত করে নিয়েছ।

 

দ্বিতীয়ত

প্রথম থেকেই বিভাগ অনুযায়ী নির্দিষ্ট একটি সময় বিভাজন তৈরি করে নাও। কারণ যাতে তোমরা পরীক্ষার সব প্রশ্নের উত্তর ভালো করে লিখে আসতে পারো। হাতে কিছুটা হলেও সময় রাখতে হবে। কারণ, উত্তরপত্রটি ভালো করে মিলিয়ে দেখে নেওয়া দরকার। এক্ষেত্রে আমি তোমাদের বলব, সারাদিনের মধ্যে সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত সময়কে বেছে নাও। তাহলে দেখবে তোমাদের অনুশীলনও হবে, সঙ্গে পরীক্ষাকেন্দ্রে ওই সময় পরীক্ষা চলাকালীন তোমাদের শারীরিক ক্লান্তি বা কোনও অসুবিধা হবে না।
 

তৃতীয়ত

খাতায় উপস্থাপনা। খাতায় উপস্থাপনা সম্পর্কে আলোচনার আগে দুটো বিষয় তোমাদের একটু মনে করিয়ে দিই।
 

ভূগোলের সিলেবাস

প্রথমেই তোমারা উচ্চমাধ্যমিক পরীক্ষার সিলেবাস ও অধ্যায় ভিত্তিক নম্বর বিভাজন একবার স্মরণ করে নাও।

 

পরীক্ষা পদ্ধতি

এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের ‘পার্ট-এ’ (Part- A) এবং ‘পার্ট-বি’ (Part- B) এর উত্তর উত্তরপত্রে লিখতে হবে।
 

প্রশ্নপত্র পড়া ও নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়গুলি মনে রাখবে

পুরো প্রশ্নপত্রটি মনোযোগ সহকারে ভালো করে পড়ে প্রশ্ন নির্বাচন করবে।
এমসিকিউ (MCQ) এর প্রশ্ন আবশ্যিক ও বিকল্প না থাকায় সেটি সবশেষে পড়াই ভালো।
যে সংক্ষিপ্ত বা দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলিতে বিভিন্ন ছোট প্রশ্ন রয়েছে, সেগুলি যথাসম্ভব লেখার চেষ্টা করো।
কোন প্রশ্নগুলির উত্তর করবে সেগুলোকে বেছে নিয়ে চিহ্নিত করে রাখো।

আরও পড়ুন:

প্রসঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান, বাড়তি রক্তচাপ চিন্তা বাড়াচ্ছে? উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কী করবেন, কী করবেন না

হাত বাড়ালেই বনৌষধি: হাঁপানির সমস্যা থেকে ক্যানসার সব রোগের দাওয়াই হলুদ

পঞ্চমে মেলোডি, পর্ব-১: শচীন ও মীরা দেব বর্মনের ঘর আলো করে এল এক ‘দেব শিশু’

 

সাজাব যতনে

 

উত্তর লেখার জন্য কিছু সাধারণ নির্দেশ

প্রশ্নপত্রে কোনও উত্তর লেখা যাবে না।
উত্তরপত্রে কোনও চিহ্ন অঙ্কন করা উচিত নয়, যাতে তোমার উত্তরপত্রটি আলাদা করে চিহ্নিত করা যায়।
প্রত্যেকটি বিভাগের উত্তর সংক্ষিপ্ত ও যথাযথ ভাবে লিখতে হবে।
হাতের লেখা যথাসম্ভব পরিষ্কার করার চেষ্টা করবে।
উত্তর নিজের ভাষায় লেখা উচিত।
প্রশ্নের দাগ নম্বর লেখার ক্ষেত্রে সর্তকতা ও সাবধানতা অবলম্বন করতে হবে।
প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর পরপর করার চেষ্টা করবে।
সব প্রশ্নের উত্তর যাতে সমমানের হয় সেদিকে খেয়াল রাখবে।

আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-২৫: আঁধার ভূবনে আবার কে তুমি জ্বেলেছ ‘সাঁঝের প্রদীপ’ খানি

অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-৯: জলে হরি, স্থলে হরি, হরিময় এ জগৎ

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৮: যেখানে বাঘের ভয় সন্ধে ঠিক সেখানেই হয়, আমারও ঠিক তাই হল

 

এই কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে

সংজ্ঞা বা কাকে বলে, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই উদাহরণ দেওয়ার চেষ্টা করবে।
বড় প্রশ্নের উত্তর লেখার সময় প্রয়োজনীয় ছবি দেবে।
উত্তরের শুরুতে প্রাসঙ্গিক ভূমিকা দেবে।
পার্থক্য লেখার ক্ষেত্রে পার্থক্য বা তুলনার বিষয়টি বাঁদিকে একটি আলাদা স্তম্ভে উল্লেখ করে দেবে।
সাধারণভাবে উত্তরের মূল হেডিংটি উত্তরপত্রের মাঝামাঝি অংশে (Center Aligned) এবং সাব-হেডিংগুলি লেখার বাঁদিকে (Left Aligned) করার চেষ্টা করবে।
 

ছবি আঁকার সময় মনে রেখো

ছবিগুলিকে প্রাসঙ্গিক পয়েন্টের পাশে আঁকো এবং সেদিকে বক্স করে দাও।
ছবিকে দ্বিমাত্রিকভাবে (Two dimensional) আঁকার চেষ্টা করো।
ছবি যেন দৈর্ঘ্য ও প্রস্থের সামঞ্জস্যপূর্ণ হয়।
প্রতিটা ছবির ক্যাপশন, হেডলাইন এবং সাব-হেডলাইন নির্দিষ্ট স্থানে ঠিক করে লিখবে।
ছবি আঁকার ক্ষেত্রে তোমরা সাধারণ পেনসিল বা রং পেনসিল ব্যবহার করতে পারো। তবে মনে রাখতে হবে ছবিটা যেন পরিষ্কার-পরিচ্ছন্ন হয়।

আরও পড়ুন:

হেলদি ডায়েট: সর্দি-কাশিতে ভুগছেন? জেনে নিন কোন ঘরোয়া টোটকায় মিলবে আরাম

স্বাদে-আহ্লাদে: ম্যাগি ভালোবাসেন? এই রেসিপি ট্রাই করে দেখেছেন?

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৪৫: সুন্দরবনের মাছ বৈচিত্র্যের ক্ষতিকারক প্রজাতি হল ক্রোকোডাইল ফিশ

 

শেষ মুহূর্তের প্রস্তুতি

এমসিকিউ (MCQ) এবং এসএকিউ (SAQ) এর জন্য তোমরা এখন যতটা সম্ভব অনুশীলন করে যাও। আর বড় প্রশ্নের ক্ষেত্রে তোমাদের প্রতি প্রায় শেষ হয়ে গেলেও, একেবারে শেষ মুহূর্তে প্রাকৃতিক ও অর্থনৈতিক ভূগোল থেকে এই প্রশ্নগুলো খুব ভালো করে আবার একবার দেখে নাও।
 

প্রাকৃতিক ভূগোল

কার্স্ট অঞ্চলে সৃষ্ট ‘সিঙ্ক হোল’, ‘পোলজি’ এবং ‘পাতনপ্রস্তর (dripstone) কী রূপে গঠিত হয় তা চিত্র-সহ আলোচনা করো। ‘আরোহণ’ ও ‘অবরোহণ’ প্রক্রিয়া বলতে কী বোঝায়? ‘রিয়া উপকূল’ কাকে বলে ? ৪+২+১

সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনও তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। ‘অ্যাকুইফার’ ও ‘অ্যাকুইক্লুড’-এর পার্থক্য নির্দেশ করো। অধ্যারোপ নদী কাকে বলে? ৪+২+১

বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীরের উৎপত্তি ও বৈশিষ্ট্য উপযুক্ত চিত্রসহ সংক্ষেপে লেখো। ‘অ্যান্টিসল’ ও ‘মলিসল’ মৃত্তিকার একটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো।
৫+২

উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো। ইলুভিয়েশন বলতে কী বোঝায়? ৬+১

চিত্রসহ বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী আলোচনা করো। ‘নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত’ বলতে কী বোঝায় ? ৫+২

মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলা ও জলবায়ুর ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। নদীর পুনর্যৌবন লাভের ফলে কিভাবে নদী-মঞ্চ গঠিত হয় চিত্রসহ ব্যাখ্যা করো। ৫+২

মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য নিরূপণ করো। ‘মৃত্তিকা পরিলেখ’ কাকে বলে ? ৫+২

“ওজোন স্তর হ্রাস’-এর প্রভাবগুলি কি কি? জীববৈচিত্র্য বিনাশে মানুষের ভূমিকা আলোচনা করো। ৪+৩

উদাহরণসহ বিভিন্ন ধরনের ‘মরু উদ্ভিদ’ (Xerophyte) সম্পর্কে আলোচনা করো। ‘দুর্যোগ’ ও ‘বিপর্যয়ের’ মধ্যে পার্থক্য নির্দেশ করো। ৪+৩

‘ক্রান্তীয় ঘূর্নবাত’ ও ‘নাতিশীতোষ্ণ ঘূর্নবাতের’ মধ্যে পার্থক্য নির্দেশ করো। সংক্ষেপে ‘জীববৈচিত্র্য’ এর গুরুত্ব লেখো। ৪+৩

লবণাম্বু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। জেট বায়ুপ্রবাহের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ৪+৩

ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি ব্যাখ্যা করো। জীববৈচিত্র্যের উষ্মাকেন্দ্র কাকে বলে? ৫+২

মেসোফাইট উদ্ভিদের শ্রেণীবিভাগ করো এবং পরিবেশের সঙ্গে এদের অভিযোজন সম্পর্কে আলোচনা করো। দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য নিরূপণ করো। ৫+২

আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৯: দাঁতে পোকা! সত্যি, নাকি নিছক ধোঁকা?

দশভুজা, এগারো রকমের ভারী গাড়ি চালানোর লাইসেন্স তাঁর ঝুলিতে, একাত্তরেও তিনি গেয়ে চলেছেন জীবনের জয়গান

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-৪: শিকারীর গোপন চোখ

 

অর্থনৈতিক ভূগোল

দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি কী কী? ব্যাপক কৃষি প্রধানত রপ্তানিভিত্তিক হওয়ার কারণ কী। ভারতে ‘নীল বিপ্লব’ বলতে কী বোঝায়? ২+৩+২

শস্য সমন্বয় বলতে কী বোঝো? দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি কী কী? শস্যাবর্তনের সংজ্ঞা দাও। ৩+২+১

কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। কার্পাস বয়ন শিক্ষাকে ‘শিকড়- আলগা শিল্প’ বলে কেন ? পেট্রোরসায়ন রসায়ন শিল্প বলতে কী বোঝায় ? ৩+২+২

পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলি বিশ্লেষণ করো। কানাডায় কাগজ শিল্পের উন্নতির কারণ লেখো। ‘আইসোডোপেন’ কী? ৩+২+২

পশ্চিম ভারতের কার্পাস বস্ত্র বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ বিশ্লেষণ করো। ভারতে গবাদি পশুর সংখ্যা সর্বাধিক হলেও এই দেশে দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প উন্নতি লাভ করেনি কেন? ৫+২

ভারতের ‘রেডিমেড পোশাক শিল্প’ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা সম্পর্কে লেখো। ইন্টারনেটের গুরুত্ব লেখো। ৩+২+২

কোয়াটারনারী ও কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্য লেখো। আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের প্রভাব মূল্যায়ন করো। ৪+৩

‘কাম্য জনসংখ্যা’র সংজ্ঞা দাও এবং এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। কী ধরনের ভৌগলিক পরিবেশে ‘বিক্ষিপ্ত জনবসতি’ গড়ে ওঠে। কলকাতার সহযোগী বন্দর হিসেবে হলদিয়া বন্দরের গুরুত্ব উল্লেখ করো। ৩+২+২

ভারতের আদমসুমারী অনুযায়ী ‘পৌরবসতি’র সংজ্ঞা দাও। ‘পরিকল্পনা অঞ্চলের’ দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ‘বৃহৎ পরিকল্পনা অঞ্চল’ বলতে কী বোঝায় উদাহরণসহ লেখো। ৩+২+২

বেঙ্গালুরু ‘ইলেকট্রনিক্স শিল্পে’ উন্নত হওয়ার কারণ লেখো। রৈখিক জনবসতি গড়ে ওঠার কারণ লেখো। ৩+৪

বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের ওপর পরিব্রাজনের প্রভাব আলোচনা কর।
জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। ৩+৪

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবণ্টনের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করে। হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি বিশ্লেষণ করো। ৪+৩

পরিকল্পনা অঞ্চলের স্তরক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। ছত্রিশগড়ের খনিজ সম্পদের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। ৩+৪


Skip to content