শ্বেতকি নামে এক মহাবিক্রমশালী রাজা ছিলেন। তিনি অন্য কোনও প্রকার কাজের থেকেও যজ্ঞ দান ইত্যাদি কাজই বেশি পছন্দ করতেন। এদিকে অনবরত যাজনের ফলে যজ্ঞের ধোঁয়ায় রাজার পুরোহিতদের চোখ আচ্ছন্ন হয়ে থাকত। আকুল হয়ে থাকতেন তাঁরা। ধীরে ধীরে তাঁদের চোখের রোগ হল। একসময় তাঁরা আর যজ্ঞ করতে রাজি হলেন না। রাজা তখন তাঁদের অনুমতি নিয়ে অন্য পুরোহিতদের সাহায্যে যজ্ঞের কাজ শেষ করলেন। এই করে বেশ কিছুদিন কেটে গেল। রাজার মনে মনে আবার যজ্ঞ করবার ইচ্ছা জাগল। এবারে আরও বড় আয়োজন হবে, আর যজ্ঞও হবে দ্বাদশবর্ষব্যাপী। তিনি পুরোহিতদের শরণাপন্ন হলেন।...
