পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অধীন জাতীয় গ্রামীণ মিশন প্রকল্পের অন্তর্গত খড়গপুর মহকুমার ১০টি ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে কাজের জন্য 'আশা কর্মী' পদে ১০১ জন তরুণী নেওয়া হবে। কারা আবেদন করবেন ● মাধ্যমিক পাস বা মাধ্যমিক অবতীর্ণ অবিবাহিতা, বিধবা বা বিবাহবিচ্ছিন্না মহিলারা আবেদন করতে পারেন। উচ্চশিক্ষাগত যোগ্যতার মহিলারা মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করতে পারেন। বয়স কত হতে হবে ● বয়স হতে হবে ০১.০১.২০২২-এর হিসাবে সাধারণ প্রার্থীদের বেলায় ৩০-৪০ এর মধ্যে। তপশিলিদের বেলায় বয়স হতে হবে ২২-৪০ এর...
