রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

রাজ্য সরকারের উদ্যোগে সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারে আইএএস/আইপিএস পরীক্ষার কোচিং দেওয়া হচ্ছে। যেকোনও শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা ইউপিএসসি-র সিভিল সার্ভিস পরীক্ষার জন্য যোগ্য হলে আবেদন করতে পারেন। পড়ানো হবে ইংরেজি মাধ্যমে নতুন ব্যাচের (ব্যাচ ২০২৩) কোর্স শুরু হবে জুন মাসে।
মাসিক ফি
মাসিক ফি ১০০০ টাকা। তপশিলি জাতি, ওবিসিদের ক্ষেত্রে ৫০০ টাকা।
প্রার্থী বাছাইয়ের পরীক্ষা
প্রার্থী বাছাই হবে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে।
প্রশ্নের ধরন
র পরে হবে ইন্টারভিউ।ইউপিএসসি-র সিভিল সার্ভিস পরীক্ষায় প্রিলিমিনারি যে কোনও বছর কোয়ালিফাই করে থাকলে সরাসরি ভর্তির সুযোগ পাবেন। ২০২২ সালের ব্যাচে যাঁরা পড়ছেন তাঁরা ২০২৩ সালের ব্যাচের জন্য যোগ্য নন।
আবেদনের পদ্ধতি ও শেষ দিন
আবেদন করার জন্য ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে।
আবেদন করতে হবে ১১ এপ্রিল ২০২২-এর মধ্যে।
অ্যাকাউন্ট নম্বর
Account Name: CENTRE FOR EXCELLENCE IN PUBLIC MANAGEMENT
BANK: INDIAN BANK (FORMERLY ALLAHABAD BANK)
BRANCH: SALT LAKE, GD MARKET BRANCH,
ACCOUNT NO: 50189702376
IFSC: IDIB000S549
এই অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার পর পেমেন্ট রিসিপ্ট সেভ করে রাখবেন।
ওয়েবসাইট
www.csscwb.in ওয়েবসাইটে গিয়ে ফি রিসিপ্ট আপলোড করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন ইউজার আই ডি ও পাসওয়ার্ড পাবেন।
সহায়তা নম্বর
৯০৫১৮২৯২৯০, ০৩৩-২৩৪১০১১৯/ ১২৩/ ১০৯

Skip to content