রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


রাজ্য সরকার রাজ্যের সর্বত্র প্রাথমিক স্তরে উন্নততর চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে বৃহস্পতিবার একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, স্বাস্থ্য পরিষেবায় বিভিন্ন পদে মোট ১১ হাজার ৫২১ জনকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করবে রাজ্য সরকার। চিকিৎসক, মহামারি বিশেষজ্ঞ, করণিক, নার্স, ল্যাব টেকনিশিয়ান, সাফাইকর্মী প্রভৃতি পদে নিয়োগ করা হবে। ১১ হাজার ৫২১টি পদের মধ্যে শহরতলির পলিক্লিনিকে ২৩৭৬ জন, ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ১৭১০ জন এবং শহরতলির হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে ৭৪৩৫ জনকে নেওয়া হবে চুক্তির ভিত্তিতে। উল্লেখ্য, ১১ হাজার ৫২১টি পদের মধ্য বিভিন্ন জায়গায় ২৬৭৫ জন চিকিৎসকে নিয়োগ করা হবে। নার্স পদে নেওয়া হবে ১৭৮৪ জনকে। মহামারি বিশেষজ্ঞ নেওয়া হবে মোট ৩৪২ জনকে। ল্যাব টেকনিশিয়ান, করণিক এবং সাফাই কর্মী নেওয়া হবে যথাক্রমে ৬৮৪, ৩২৭১ এবং ২৯৭ জনকে। এছাড়াও কাউন্সেলর, ব্লক ডেটা ম্যানেজার, এএনএম কর্মী-সহ একাধিক পদে নিয়োগ করা হবে। কর্মীরা জাতীয় স্বাস্থ্য মিশনের নির্ধারিত রেট মতো বেতন পাবেন বলে খবর।

Skip to content