রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের অধীন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে কাজের জন্য আশা কর্মী পদে ১৬২ জন তরুণী নেওয়া হবে।

কারা আবেদনের যোগ্য
মাধ্যমিক পাস বা মাধ্যমিক উত্তীর্ণ বিবাহিত, বিধবা বা বিবাহবিচ্ছিন্ন মহিলারা মাধ্যমিক পাশের সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবেন।

বয়স
বয়স হতে হবে ০৫.০৪.২০২২-এর হিসাবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ৩০-৪০ বছরের মধ্যে। তপশিলিদের ক্ষেত্রে বয়স হতে হবে ২২-৪০ বছরের মধ্যে।

প্রয়োজনীয় তথ্য
প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রাম ও উপস্বাস্থ্য কেন্দ্রের স্থায়ী বাসিন্দা হতে হবে। গ্রেড-১ ও গ্রেড ২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত ধাই অথবা লিঙ্ক ওয়ার্কারগণসংশ্লিষ্ট বিভাগীয় শংসাপত্র থাকলে অগ্রাধিকার পাবেন।

এই পদের মেমো নং
২১৭/জেনারেল/হেলথ/আশা,তারিখ:০৬.০৪.২০২২

শূন্যপদের সংখ্যা জানার উপায়
কোন ব্লকে কটি শূন্যপদ তা ওয়েবসাইটে, সংশ্লিষ্ট ব্লক অফিসে, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, গ্রাম পঞ্চায়েত অফিস থেকে জানা যাবে।

ওয়েবসাইট
www.uttardinajpur.nic.in।. দরখাস্ত লিখবেন সাধারণ কাগজে।

দরখাস্তে ঠিকানা লেখার পদ্ধতি
“APPLICATION FOR THE POST OF ASHA”
To,
The member secretary, ASHA Selection Committee, Office of the Block Development Officer,
Block……………
P.O……………
Dist: Uttor Dinajpur, West Bengal
Pin……………

আবেদনের শেষ তারিখ
আবেদনের শেষ তারিখ ২২ এপ্রিল ২০২২
আরও বিস্তারিত জানতে ওয়েবসাইটটি দেখুন।

Skip to content