রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

৪৫৪ জন সিস্টার (গ্রেড-টু), মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং টেকনিশিয়ান নেবে লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্টগ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস।
বিজ্ঞপ্তি নং
I-50/A to E/Recht/2021-22

শূন্যপদ

সিস্টার (গ্রেড-টু)
২৫২টি (সাধারণ ১১৫, তপশিলি জাতি ৮০, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪২, আর্থিকভাবে অনগ্রসর ১৪)
এর মধ্যে ১০টি শূন্যপদ বিশেষভাবে সক্ষমদের জন্য।
শিক্ষাগত যোগ্যতা
ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং-এ অনার্স-সহ বি.এসসি বা বি.এসসি বা বি.এসসি (পোস্ট সার্টিফিকেট) বা পোস্ট বেসিক বি.এসসি ডিগ্রি থাকতে হবে। অথবা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে ডিপ্লোমা থাকলেও আবেদন করা যাবে। সেই সঙ্গে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সব ক্ষেত্রেই স্টেট নার্সিং কাউন্সিল বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে।
মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্ট
১৩৭টি (সাধারণ ৫৫, তপশিলি জাতি ২৯, তপশিলি উপজাতি ২, ওবিসি ৩৭, আর্থিক ভাবে অনগ্রসর ১৪)
এর মধ্যে ৫টি শূন্যপদ বিশেষভাবে সক্ষমদের জন্য সংরক্ষিত।
শিক্ষাগত যোগ্যতা
মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বা মেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স বিষয়ে স্নাতক হতে হবে। সেই সঙ্গে অন্তত ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ল্যাবরেটরিতে সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
জুনিয়র মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্ট
২৩টি (সাধারণ ৯, তপশিলি জাতি ৪, ওবিসি ৮, আর্থিক ভাবে অনগ্রসর ২)
শিক্ষাগত যোগ্যতা
বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক হতে হবে। ফিজিক্স, কেমেস্ট্রি, বায়োলজি বা বায়োটেকনোলজি বিষয় থাকতে হবে। সেই সঙ্গে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ২ বছরের ডিপ্লোমা-সহ ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ল্যাবরেটরিতে সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
টেকনিশিয়ান (রেডিওগ্রাফি)
৮টি (সাধারণ ৪, তপশিলি ২, ওবিসি ২)
শিক্ষাগত যোগ্যতা
বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল্যরা আবেদন করতে পারবে। সেই সঙ্গে রেডিওলজি বা রেডিওথেরাপি টেকনিক্সে ২ বছরের ডিপ্লোমা-সহ রেডিওগ্রাফার বা রেডিওথেরাপি টেকনিশিয়ান হিসাবে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। রেডিওগ্রাফি বা রেডিওথেরাপিতে অনার্স সহ বি.এসসি ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে।
টেকনিশিয়ান
৩৪টি (সাধারণ ১৪, তপশিলি ৭, ওবিসি ১০, আর্থিক ভাবে অনগ্রসর ৩)। এর মধ্যে ১ টি শূন্যপদ বিশেষভাবে সক্ষমদের জন্য।
শিক্ষাগত যোগ্যতা
বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে রেডিওগ্রাফি টেকনিক্সে ২ বছরের ডিপ্লোমা-সহ রেডিওগ্রাফার হিসাবে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। রেডিওগ্রাফিতে অনার্স সহ বি.এসসি ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে।
বয়স
০১.০১.২০২২ তারিখে ১৮-৪০ বছরের মধ্যে হতে হবে।
সংরক্ষিত আসনে প্রার্থীরা ছাড় পাবেন।
আবেদনের পদ্ধতি
অনলাইনে আবেদন করবেন www.sgpgims.org.in
আবেদনের শেষ তারিখ
১৯ এপ্রিল ২০২২।
আরও বিস্তারিত জানতে ওয়েবসাইটটি দেখুন।


Skip to content