রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

কেন্দ্রীয় সরকারি সংস্থা ইসিজিসি লিমিটেড প্রবেশনারি পদে ৭৫ জন লোক নিচ্ছে।
কারা আবেদন করবেন
যেকোনও শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন।
বয়স
বয়স হতে হবে ২১.০৩.২০২২-এর হিসাবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২২.০৩.১৯৯২ থেকে ২১.০৩.২০০১-এর মধ্যে।
বয়সে ছাড়
তপসিলিরা ৫ বছর, ওবিসিরা ৩ বছর আর বিশেষভাবে সক্ষমরা ১০ বছরের ছাড় পাবেন।
বেতনক্রম
৫৩,৬০০-১,০২,০৯০ টাকা।
শূন্যপদ
৭৫টি (জেনারেল ৩৪, ই.ডব্লিউ.এস ৭, ওবিসি ১৩, তপশিলি জাতি ১১, তপশিলি উপজাতি ১০)
পরীক্ষার ধরণ
প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে।
পরীক্ষায় এমসিকিউ টাইপের প্রশ্ন হবে।
২০০ নম্বরের ২০০ টি প্রশ্ন হবে।
পরীক্ষার সিলেবাস
● রিজিনিং এবিলিটি ৫০টি প্রশ্ন
● ইংলিশ ৪০টি প্রশ্ন
● কম্পিউটার ২০টি প্রশ্ন
● জেনারেল অ্যাওয়ারনেস ৪০টি প্রশ্ন
●কোয়ানটিটিভ অ্যাপটিটিউট ৫০টি প্রশ্ন
পরীক্ষার সময়
১৪০মিনিট
নেগেটিভ মার্কিং
এই পড়বে ‘নেগেটিভ মার্কিং’ আছে। প্রতিটি ভুল প্রশ্নের জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.২৫ নম্বর কাটা হবে।
এর পর ‘ড্রেসক্রিপটিভ টাইপ’-এর পর্বে প্রবন্ধ লেখা ২০ নম্বর ও প্রেসি লেখা ২০ নম্বর থাকবে। সময় থাকবে ৪০ মিনিট।
পরীক্ষার তারিখ ও পরীক্ষা কেন্দ্র
পরীক্ষা হবে ২৯ মে। পূর্ব ভারতে কলকাতা, গুয়াহাটি, পটনা, রাঁচি ও ভুবনেশ্বরে পরীক্ষা হবে। কল লেটার ডাউনলোড করতে পারবেন মে মাসের প্রথম সপ্তাহ থেকে।
ফলাফলের তারিখ
১৫-১৯ জুনের মধ্যে।
ইন্টারভিউ
ইন্টারভিউ হবে জুলাই ও আগস্ট মাসে।
আবেদনের জন্য ফি
আবেদন করার জন্য ফি বাবদ আপনাকে ৮৫০ টাকা দিতে হবে। তপশিলি ও বিশেষভাবে সক্ষম হলে ১৭৫ টাকা। টাকা জমা দিতে হবে অনলাইনে। ফর্ম ফিলআপ হয়ে গেলে অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করে নিতে হবে।
আবেদনের শেষ তারিখ
আবেদন করতে হবে ২০ এপ্রিল ২০২২-এর মধ্যে।
ওয়েবসাইট
www.ecgc.in
কী কী লাগবে
● আপনার একটি বৈধ ইমেল থাকা বাধ্যতামূলক।
● পাসপোর্ট ছবি, সিগনেচার, ‘লেফট থাম্ব ইমপ্রেশন’ স্ক্যান করতে হবে।
● তারপর নীচের এই প্যারাগ্রাফটি নিজের হাতে লিখে স্ক্যান করে পাঠাবেন।
I (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form in correct,ture and valid.I will present the supporting documents as and when required.


Skip to content