রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের অধীন বোর্ডের রোডস অর্গানাইজেশনের জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স মাল্টি স্কিলড ওয়ার্কার (ম্যাসন) ও মাল্টি স্কিলড ওয়ার্কার (নার্সিং অ্যাসিস্টেন্ট) ট্রেডে প্রায় ৩০০ জন ছেলে নিচ্ছে।
শূন্যপদ
মাল্টি স্কিলড ওয়ার্কার (ম্যাসন) ১৪৭টি (জেনারেল ২৬, ওবিসি ৫৬, তপশিলি ৩০, তপশিলি উপজাতি ১৫, ইডব্লিউএস (ইকনোমিক উইকার সেকশন বা আর্থিকভাবে দুর্বল শ্রেণি) ২০) মাল্টি স্কিলড ওয়ার্কার (নার্সিং অ্যাসিস্টেন্ট) ১৫৪টি (জেনারেল ৫৫, ওবিসি ৪৪, তপশিলি ২৬, তপশিলি উপজাতি ১৩, ইডব্লিউএস (ইকনোমিক উইকার সেকশন বা আর্থিকভাবে দুর্বল শ্রেণি) ১৬)
বিজ্ঞপ্তি নং
বিজ্ঞপ্তি নং হল: ০১/২০২২
পরীক্ষার ধরন
প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে শারীরিক সক্ষমতার পরীক্ষা/ লিখিত পরীক্ষা/ প্র্যাকটিক্যাল টেস্ট হবে।
ওয়েবসাইট
দরখাস্তের বয়ানসহ আরও বিভিন্ন তথ্য পাওয়া যাবে এই নিম্নলিখিত ওয়েবসাইটে। www.bro.gov.in


Skip to content