শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

সেনাবাহিনীতে অফিসার পদে চাকরি
ট্রেনিং দিয়ে ৫০ জন পুরুষ ও ৫ জন মহিলা অফিসার নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী। এনসিসি স্পেশাল এন্টি স্কিমের ৫২তম কোর্সে ট্রেনিং হবে। ট্রেনিং শুরু হবে চলতি বছরের অক্টোবর মাসে।

কারা আবেদন করতে পারবেন
যাঁরা আবেদন করবেন তাঁদের অবিবাহিত হতে হবে।
যে সকল পুরুষ প্রার্থী ১১৬তম এসএসসি (নন-টেকনিক্যাল) কোর্সের জন্য এবং যে সকল মহিলা প্রার্থী ৩০তম এসএসসি (নন টেকনিক্যাল) কোর্সের জন্য কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেসের জন্য পরীক্ষা দিয়েছেন, তাঁরা এই কোর্সের জন্য আবেদন করবেন না।

শূন্যপদ
পুরুষদের ৫০টি শূন্যপদের মধ্যে ৫টি এবং মহিলাদের ৫টি শূন্যপদের মধ্যে একটি আর্মিতে কর্মরত অবস্থায় মৃত বা আহত সৈনিকের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে।

শিক্ষাগত যোগ্যতা
মোট অন্তত ৫০ শতাংশ নম্বর সহ যে কোনও শাখায় গ্র্যাজুয়েট ডিগ্রি বা তার সমতুল্য। সেইসঙ্গে এনসিসি-র সিনিয়র ডিভিশন কমপক্ষে দুটি বা তিনটি শিক্ষাবর্ষের জন্য অংশ নিয়ে ‘সি’ সার্টিফিকেট পরীক্ষায় অন্তত ‘বি’ গ্রেড পেয়ে থাকা চাই। যুদ্ধে হত বা আহত বা নিখোঁজ সমরকর্মীদের সন্তানদের ক্ষেত্রে এনসিসি-র ‘সি’ সার্টিফিকেট না থাকলেও চলবে। ফাইনাল ইয়ারে পাঠরত যাঁরা তাঁরাও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে ১ অক্টোবরের মধ্যে মার্কশিট দাখিল করতে হবে।

বয়স বা জন্মতারিখ
০১.০৭.২০২২ তারিখে ১৯ থেকে ২৫ বছরের মধ্যে। অর্থাৎ জন্মতারিখ হওয়া চাই ০২.০৭.১৯৯৭ থেকে ০১.০৭.২০০৩-এর মধ্যে।

বেতনক্রম
ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড বাবদ মাসে পাবেন ৫৬,১০০ টাকা। ট্রেনিং শেষে নিয়োগ করা হবে লেফটেন্যান্ট পদে। তখন বেতনক্রম হবে ৫৬,১০০-১,৭৭,৫০০ টাকা। সঙ্গে মিলিটারি সার্ভিস পে ১৫,৫০০ টাকা। চিফ অফ দ্যা আর্মি স্টাফ র্যা ঙ্ক পদে পদোন্নতির সুযোগ রয়েছে।

পরীক্ষার ধরন
দরখাস্তের ভিত্তিতে প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের সার্ভিস সিলেকশন বোর্ড-এর ইন্টারভিউ-এ ডাকা হবে। এতে সফল হতে না পারলে সেদিনই ফেরত পাঠানো হবে। সফল প্রার্থীদের গ্রুপ টেস্ট, সাইকোলজিক্যাল টেস্ট ও ইন্টারভিউ নেওয়া হবে। এতে সফল হলে মেডিকেল টেস্ট হবে। পরীক্ষা চলবে ৫ দিন ধরে। বিনা খরচে থাকাখাওয়ার ব্যবস্থা থাকবে। পরীক্ষাকেন্দ্র হবে এলাহাবাদ, ভোপাল, বেঙ্গালুরু ও কপুরথালা। নির্বাচিত প্রার্থীদের ৪৯ সপ্তাহের একটি ট্রেনিং দেওয়া হবে চেন্নাই-এর অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে। সন্তোষজনকভাবে ট্রেনিং শেষ করলে নিয়োগ হবে লেফটেন্যান্ট র্যা ঙ্কে। ৬ মাসের প্রবেশন।

আবেদনের পদ্ধতি
আবেদন করতে পারেন অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে: www.joinindianarmy.nic.in
এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারেন।

আবেদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্ট
শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রগুলি নিজের কাছে রাখবেন।
এছাড়াও এনসিসি শংসাপত্র সামনে রাখতে পারেন।
ফর্ম ফিলাপ হয়ে গেলে আপনি প্রিন্ট করে রেখে দেবেন। এছাড়া দৈহিক মাপযোগ, দৃষ্টিশক্তি ও আরও অন্যান্য খুঁটিনাটি তথ্য জানার জন্য উপরের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন।

আবেদনের শেষ তারিখ
এই চাকরির জন্য আবেদন করতে পারবেন ১৩ই এপ্রিল ২০২২ পর্যন্ত।


Skip to content