রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

অ্যাপ্রেন্টিস হিসেবে ১০৪৪ জনকে নিয়োগ করা হবে দক্ষিণ পূর্ব-মধ্য রেলের নাগপুর ডিভিশন ও মোতিবাগ ওয়ার্কশপে ৷ একাধিক পদে এই নিয়োগ করা হবে৷

বিজ্ঞপ্তি নং

P/NGP/CDR/2021/26 Dated 02.06.2022

বিভাগ অনুসারে শূন্যপদের বিবরণ

ফিটার (১৮৩), কার্পেন্টার (৫৬), ওয়েল্ডার (৮৫), সিওপিএ (৫০), ইলেকট্রিশিয়ান (১৬০), স্টেনোগ্রাফার (ইংলিশ)/ সেক্রেটারিয়েল অ্যাসিস্ট্যান্ট (১৫), প্লাম্বার (৪৫), পেইন্টার (৫৯), ওয়্যারম্যান (৬০), ইলেকট্রনিক্স মেকানিক (৬), মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স (১০), ডিজেল মেকানিক (১২২), আপহোলস্টার (ট্রিমার) (৬), ড্রাইভার কাম মেকানিক (লাইট মোটর ভেহিক্যাল) (৫), মেশিনিস্ট (৩০), ডিজিট্যাল ফটোগ্রাফার (২), টার্নার (২০), ডেন্টাল ল্যাব টেকনিশিয়ান (৫), হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিশিয়ান (৫), হেলথ স্যানিটরি ইন্সপেক্টর (৫), গ্যাসকাটার (১৫), স্টেনোগ্রাফার (হিন্দি) (১৫), কেবল জয়েন্টার (৩), ম্যাসন (১৮)৷ মোতিবাগ ওয়ার্কশপে মোট শূন্যপদের সংখ্যা ৬৮টি। এরমধ্যে ফিটার (৩৩), ওয়েল্ডার (৯), কার্পেন্টার (১২), পেইন্টার (৫), টার্নার (২) এবং , সেক্রেটারিয়েল প্র্যাক্টিসে পদের সংখ্যা (৩)।

শিক্ষাগত যোগ্যতা

কোনও স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ৫০ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ ছেলেরা এনসিভিটি-র অনুমোদিত আইটিআই সংশ্লিষ্ট টেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে সংশ্লিষ্ট টেডের জন্য আবেদন করতে পারেন৷ আইটিআই পাশ না হলে আবেদন করবেন না৷ কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না৷

বয়স

০১.০৫.২০২২ তারিখ হিসাবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে৷ হতে হবে। তপশিলি, ওবিসি, বিশেষভাবে সক্ষমদের নিয়ম অনুসারে ছাড় দেওয়া হবে।

বেতনক্রম ও অন্যান্য বিষয়

এক বছরের ট্রেনিং৷ ট্রেনিং চলাকালীন স্টাইফেন্ড দেওয়া হবে৷ হস্টেলের সুবিধা নেই৷

আবেদনের পদ্ধতি

আবেদন করবেন অনলাইনে। ওয়েবসাইট: https://apprenticeshipindia.org
ফর্ম পূরণ করে পাঠাতে কোনও অসুবিধা হলে সরাসরি ই-মেল করুন: arunkumar.0104@gov.in

আবেদনের শেষ তারিখ

আবেদনের শেষ তারিখ ০৩ জুন, ২০২২।

এছাড়া আরও বিস্তারিত জানতে ওয়েবসাইটটি দেখুন।

সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে


Skip to content