শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


বি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

‘অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার’ ও ‘অ্যাসিস্ট্যান্ট ডাটা অ্যানালিস্ট’ পদে নেওয়া হবে ১৫০ জনকে।

অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার এপ্লিকেশন বিই বা বিটেক কোর্স পাশরা আবেদন করতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা
এমসিএ কোর্স পাশ করে থাকলে আবেদন করা যাবে। কম্পিউটার সায়েন্স নিয়ে বিএসসি কোর্স পাশরাও যোগ্য। ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। তপশিলি ও বিশেষভাবে সক্ষম হলে ৫৫ শতাংশ নম্বর। গেট পরীক্ষায় স্কোর করে থাকতে হবে।

বয়স
বয়স হতে হবে ২২-২৭ বছরের মধ্যে। তপশিলি, ওবিসি-রা ছাড় পাবেন।

বেতন
পে স্কেল ৭ম সিপিসি লেভেল ৭ অনুযায়ী।

শূন্যপদ
১৪৪টি। (জেনারেল ৫৮, ওবিসি ৩৯, তপশিলি ২২, তপশিলি উপজাতি ১১, আর্থিকভাবে অনগ্রসর ১৪)

অ্যাসিস্ট্যান্ট ডাটা অ্যানালিস্ট

শিক্ষাগত যোগ্যতা
ইঞ্জিনিয়ারিং-এর যেকোনও শাখায় ডিগ্রি বিই বা বিটেক কোর্স পাশরা আবেদন করতে পারেন।
গণিত, স্ট্যাস্টিটিক্স, অপারেশন রিসার্চের এমএসসি কিংবা ইকোনোমিক্সে এমএ কোর্স পাশ হলেও যোগ্য। কম্পিউটার সায়েন্স বিএসসি কোর্স পাশরা যোগ্য। সব ক্ষেত্রেই ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। তপশিলি ও বিশেষভাবে সক্ষম হলে ৫৫% নম্বর। গেট পরীক্ষায় স্কোর করে থাকতে হবে।

বয়স
বয়স হতে হবে ২২-২৭ বছরের মধ্যে। তপশিলি, ওবিসি-রা যথা পূর্বক ছাড় পাবেন।

বেতন
পে স্কেল ৭ম সিপিসি ৭ অনুযায়ী।

শূন্যপদ
৬টি। (জেনারেল ৩, ওবিসি ২, তপশিলি ১)
প্রার্থী বাছাই হবে গেট পরীক্ষায় পাওয়া স্কোর দেখে এবং ইন্টারভিউ-এর মাধ্যমে।

আবেদনের পদ্ধতি
আবেদন করবেন অনলাইনে। ওয়েবসাইট: www.cris.org.in

আবেদনের শেষ তারিখ
আবেদনের শেষ তারিখ ২৪ মে ২০২২ পর্যন্ত।

এছাড়া আরও বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইটটি দেখুন।


Skip to content