রবিবার ১০ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে ২২৫ জনকে নেওয়া হবে এক্সিকিউটিভ ট্রেনি পদে। প্রথমে হবে এক বছরের ট্রেনিং। তারপর ট্রেনিং শেষে সংশ্লিষ্ট সংস্থায় চাকরির সুযোগ রয়েছে।

বিজ্ঞপ্তি নং
NPCIL/HRM/ET/2022/02

বিভাগ অনুসারে শূন্যপদের বিবরণ

কেমিক্যাল
৪৯টি (সাধারণ ১৯, তপশিলি জাতি ৭, ওবিসি ১৪, আর্থিকভাবে অনগ্রসর ৫)

ইলেকট্রিক্যাল
৩১টি (সাধারণ ১২, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৩, ওবিসি ৯, আর্থিকভাবে অনগ্রসর ২)

ইলেক্টট্রনিক্স
১৩টি (সাধারণ ৫, তপশিলি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ১)

সিভিল
৩৩টি (সাধারণ ১৩, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৩, ওবিসি ৯, আর্থিকভাবে অনগ্রসর ৩)

ইন্সট্রুমেন্টেশন
১২টি (সাধারণ ৫, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)

মেকানিক্যাল
৮৭টি (সাধারণ ৩৪, তপশিলি ১৩, তপশিলি উপজাতি ৭, ওবিসি ২৪, আর্থিকভাবে অনগ্রসর ৯)

শিক্ষাগত যোগ্যতা
৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বা সমতুল্য বা ইঞ্জিনিয়ারিং শাখায় বি.ই বা বি. টেক বা বি. এসসি ইঞ্জিনিয়ারিং বা ইন্টিগ্রেটেড এম. টেক কোর্স পাশ। মেকানিক্যালের ক্ষেত্রে প্রোডাকশন, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স-এর ক্ষেত্রে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন, ইন্সট্রুমেন্টেশনের ক্ষেত্রে ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল এবং ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্সে ডিগ্রিধারীরাও আবেদন করতে পারেন। এসবের পাশাপাশি সব ক্ষেত্রেই সংশ্লিষ্ট পত্রে ২০২০ বা ২০২১ বা ২০২২-এর গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে।

বয়স
২৮.০৪.২০২২ তারিখে ২৬ বছরের মধ্যে হতে হবে। তপশিলি, ওবিসি, বিশেষভাবে সক্ষম, প্রাক্তন সমরকর্মীদের নিয়ম অনুসারে ছাড় দেওয়া হবে।

বেতনক্রম
ট্রেনিং চলাকালীন দেওয়া হবে ৫৫,০০০ টাকা।

বইয়ের খরচ
বইয়ের খরচ বাবদ দেওয়া হবে ১৮,০০০ টাকা।

ট্রেনিং শেষে বেতন
ট্রেনিং শেষে দেওয়া হবে ৫৬,১০০ টাকা।

আবেদনের পদ্ধতি
আবেদন করবেন অনলাইনে। ওয়েবসাইট: www.npcilcareers.co.in

আবেদনের ফি
আবেদনের জন্য লাগবে ৫০০ টাকা।
মহিলা, তপশিলি, বিশেষভাবে সক্ষম, প্রাক্তন সমরকর্মী এদের ক্ষেত্রে টাকা লাগবে না।

আবেদনের শেষ তারিখ
আবেদনের শেষ তারিখ ২৮ এপ্রিল ২০২২।

এছাড়া আরও বিস্তারিত জানতে ওয়েবসাইটটি দেখুন।

Skip to content