সাব-ইন্সপেক্টর
ওয়ার্কস বিভাগে সাব-ইন্সপেক্টর নেওয়া হবে।
৫৭টি (সাধারণ ২৪, তপশিলি ৮, তপশিলি উপজাতি ৪, ওবিসি ১৬, আর্থিকভাবে অনগ্রসর ৫)। এর মধ্যে ৫টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত।
ইঞ্জিনিয়ারিং-এ তিন বছরের ডিপ্লোমা করে থাকতে হবে।
মাসিক বেতন ৩৫,৪০০-১,১২,৪০০
৭.৬.২০২২-এর হিসাবে ৩০ বছরের মধ্যে।
জুনিয়র ইঞ্জিনিয়ার/সাব-ইন্সপেক্টর
ইলেকট্রিক্যাল বিভাগে সাব-ইন্সপেক্টর নেওয়া হবে।
৩২টি (সাধারণ ১৬, তপশিলি ৫, তপশিলি উপজাতি ৩, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ৪)। এর মধ্যে তিনটি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত।
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।
৭.৬.২০২২-এর হিসাবে ৩০ বছরের মধ্যে হতে হবে।
৩৫,৪০০-১,১২,৪০০ টাকা মাসিক বেতন।
আবেদন করবেন অনলাইনে। ওয়েবসাইট: https://rectt.bsf.gov.in
আবেদনের শেষ তারিখ ৭ জুন ২০২২
আরও বিস্তারিত জানতে ওয়েবসাইটটি দেখুন।