রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ ডিস্ট্রিক্ট এন্টোমলজিস্ট পদে ১২ জনকে নেবে।

কারা আবেদন করতে পারবেন
এন্টোমলজিস্ট বিষয় নিয়ে জুলজির পোস্ট গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। পাবলিক হেলথ সংক্রান্ত কাজে কিংবা গবেষণায় অন্তত ছয় মাসের অভিজ্ঞতা থাকলে ভালো।

বেতন
মাসিক বেতন ৪০,০০০ টাকা।

শূন্যপদ
১২টি (জেনারেল ৬, তপশিলি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১, বিশেষভাবে সক্ষম ১)

বয়স
বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। তপশিলি, ওবিসি এবং বিশেষনভাবে সক্ষমরা যথাপূর্বক ছাড় পাবেন।

পরীক্ষা পক্রিয়া
আবেদন পত্র দেখে শূন্যপদের দশগুণ প্রার্থীকে কম্পিউটার পরীক্ষার জন্য ডাকা হবে। তারপর মোট শূন্যপদের পাঁচগুণ প্রার্থীকে ইন্টারভিউয়ে জন্য ডাকা হবে।

আবেদনের পদ্ধতি
আবেদন করবেন অনলাইনে। ওয়েবসাইট: https://www.wbhealth.gov.in/

আবেদনের ফি
পরীক্ষার ফি বাবদ আপনাকে দিতে হবে ১০০ টাকা। সংরক্ষিত ক্যাটাগরির জন্য লাগবে ৫০ টাকা।

আরও বিস্তারিত জানতে চাইলে দেখুন ওয়েবসাইটটি।

Skip to content