শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন রিপেয়ার অ্যান্ড মেন্টেন্যান্স বিভাগে অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান, অ্যাসিস্ট্যান্ট ফিটার ও অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান নেওয়া হবে। এটি দিল্লি সরকারের অধীনস্থ একটি সংস্থা। এক বছরের চুক্তিতে নেওয়া হবে। কাজের ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়ানো হবে।

বিভিন্ন পদে শূন্যপদ

অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান
শূন্যপদ ১১২টি (সাধারণ ৫৮, তপশিলি ১৬, তপশিলি উপজাতি ৮, ওবিসি ৩০)

শিক্ষাগত যোগ্যতা
অটোমোবাইল বা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ৩ বছরের ডিপ্লোমা। সেই সঙ্গে অ্যাপ্রেন্টিসেশিপ ট্রেনিং-সহ ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স
বয়স ১৮-৩৫ বছরের মধ্যে।

বেতনক্রম
৪৬,৩৭৪ টাকা।

অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান

শূন্যপদ
৭০টি (সাধারণ ৩৭, তপশিলি ১০, তপশিলি উপজাতি ৫, ওবিসি ১৮)। এর মধ্যে ২টি বিশেষভাবে সক্ষমদের জন্য সংরক্ষিত।

শিক্ষাগত যোগ্যতা
ইলেকট্রিশিয়ান (অটো) বা মেকানিক অটো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ট্রেডে আইটিআই পাশ অথবা এনসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৩ বছরের অ্যাপ্রেন্টিসেশিপ ট্রেনিং-সহ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসেশিপ সার্টিফিকেট পেয়ে থাকতে হবে।

বয়স
বয়স ১৮-২৫ বছরের মধ্যে হতে হবে।

বেতনক্রম
১৭,৬৯৩ টাকা।

অ্যাসিস্ট্যান্ট ফিটার
শূন্যপদ ১৭৫টি (সাধারণ ৯০, তপশিলি জাতি ২৬, তপশিলি উপজাতি ১৩, ওবিসি ৪৬)। এর মধ্যে ৭টি শূন্যপদ বিশেষভাবে সক্ষমদের জন্য।

শিক্ষাগত যোগ্যতা
মেকানিক(মোটর ভেহিক্যল) বা ডিজেল মেকানিক বা ট্রাক্টর মেকানিক বা অটোমোবাইল বা ফিটার ট্রেডে আই টি আই পাস অথবা এন সি ভি টি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৩ বছরের অ্যাপ্রিন্টসশিপ সার্টিফিকেট পেয়ে থাকতে হবে।

বয়স
বয়স ১৮-২৫ বছরের মধ্যে।

বেতনক্রম
১৭,৬৯৩ টাকা।

আবেদনের পদ্ধতি
অনলাইনে আবেদন করাতে হবে। ওয়েবসাইট: www.dtc-rp.com

আবেদনের শেষ তারিখ
আবেদনের শেষ তারিখ হলো ৪ মে ২০২২।

Skip to content