![](https://samayupdates.in/wp-content/uploads/2022/07/Coal-India.jpg)
বিজ্ঞপ্তি নং
০২/২০২২
কোন পদের জন্য
সংস্থাটি বেশ কয়েকটি বিভাগে ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগ করবে।
শিক্ষাগত যোগ্যতা
ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, সিভিল, মাইনিং, সিস্টেম অ্যান্ড ইডিপি শাখায় ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি (বিই/ বিটেক/ বিএসসি) কোর্সে ৬০% নম্বর পেয়ে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতার শতকরা হারে তপশিলী ও প্রতিবন্ধিরা ৫% নম্বর ছাড় পাবেন।
শূন্য পদের সংখ্যা
বয়স সীমা
আবেদনকারীর বয়স ৩১-০৫-২০২২-র হিসাবে ৩০ বছরের মধ্যে হতে হবে। ওবিসি ৩ বছর, তপশিলীরা ৫ বছর এবং বিশেষ ভাবে সক্ষমরা ১০ বছরের ছাড় পাবেন।
বেতনক্রম
মূল মাইনে ৫০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা।
আবেদনের পদ্ধতি
শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, পাশপোর্ট মাপের রঙিন ছবি, সিগনেচার স্ক্যান করে নিয়ে www.coalindia.in এই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে।
প্রার্থী বাছাই পদ্ধতি
২০২২ সালের ‘গেট’ পরীক্ষায় পাওয়া স্কোর দেখে প্রার্থী বাছাই করা হবে। এরপর ইন্টারভিউের মাধ্যমে মেধা তালিকায় নাম বেরোবে।
আবেদনের ফি
পরীক্ষা ফী বাবদ ১,১৮০ টাকা অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে।
তপশিলী, বিশেষ ভাবে সক্ষম, প্রাক্তন সমরকর্মীরা বিনামূল্যে আবেদন করতে পারবে।
আবেদনের শেষ তারিখ
২২/০৭/২০২২
ওয়েবাসাইট
আরও বিস্তারিত জানতে ক্লিক করুন: www.coalindia.in